Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডু প্লেসির আক্ষেপের দিনে জয় দেখছে দ. আফ্রিকা


২৯ ডিসেম্বর ২০২০ ০১:১৭

সেঞ্চুরিয়ান টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকানদের নিশ্চয় দুই রকম অনুভূতি! টেস্টের তৃতীয় দিনেই জয় দেখছেন স্বাগতিকরা। অন্যদিকে আক্ষেপে পোড়ার গল্পও আছে। আগের দিন সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন ডিন এলগার। আজ ডু প্লেসির আক্ষেপটা আরও বড়। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা।

১৯৯ রানে আউট হয়েছেন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেমেছে ৬২১ রানে। যাতে একটা রেকর্ডও হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রহ এটা। আগের সর্বোচ্চ ছিল ৫৮০, ২০১২ সালে কেপ টাউনে এই রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

স্বাগতিকদের ইনিংস শেষে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ২ উইকেটে ৬৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। অর্থাৎ এখনো ১৬০ রানে পিছিয়ে লঙ্কানরা। দিন শেষে কুশল পেরেরা ৩৩ ও দিনেশ চান্ডিমাল ২১ রানে অপরাজিত ছিলেন।

৪ উইকেটে ৩১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে প্রথম ঘণ্টাটা নির্বিঘ্নে কাটিয়ে দেন টেম্বা বাভুমা ও ডু প্লেসি। ৭১ রান করা বাভুমা আত্মঘাতি সিদ্ধান্তে আউট হয়ে ফিরলে ১৭৯ রানের জুটি ভাঙে। তারপর ষষ্ঠ উইকেটে ভিয়ান মুন্ডারকে নিয়ে আরও ৭৭ রান যোগ করেন ডু প্লেসি। মুন্ডার ৩৬ রান করে ফিরলে মনে হচ্ছিল, এবার কিছুক্ষণ পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস দেখার পালা! স্বীকৃত ব্যাটসম্যান যে ছিলেন না একজনও। কিন্তু স্পিনার কেশভ মহারাজ দাঁড়িয়ে গেলেন ঝানু ব্যাটসম্যানের মতো করেই!

সপ্তম উইকেটে ১৩৩ রান যোগ করেন দুজন। বিশ্বয়া ফার্নান্দোর বলে ডি সিলভার হাতে ধরা পড়ার আগে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৩ রান করেন মহারাজ। ওয়েইন্দু হাসারাঙ্গাকে বড় শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ডু প্লেসি ফিরেছেন ১৯৯ রানে। ২৭৬ বল খেলে ২৪টি চার হাঁকিয়ে এই রান করেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা চারটি, ফার্নান্দো তিনটি উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নামলে ২২ রানের মধ্যে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানকে তুলে নেন লুঙ্গি এনগিডি। তবে পরে হাল ধরতে পেরেছেন কুশল পেরেরা ও দিনেশ চান্ডিমাল।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ২০১৮ ফাফ ডু প্লেসিস সেঞ্চুরিয়ান টেস্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর