Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ান ওপেনেও নেই ফেদেরার


২৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৬

ইনজুরির কারণে ইউএস ওপেন, ফরাসি ওপেন না খেলা রজার ফেদারার অস্ট্রেলিয়ান ওপেনেও নেই। হাঁটু অস্ত্রোপচারের পর এখনো সেড়ে উঠেননি টেনিস কিংবদন্তি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের পরিচালক ক্রেইগ টিলেই। ২০টি গ্রান্ড স্ল্যামজয়ী ফেদেরার টেনিসের বাইরে সেই জানুয়ারি থেকে। হাঁটুর ইনজুরিতে পড়ার পর গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন। চিকিৎসকরা আশা করছিলেন, জুলাই নাগাদ কোর্টে ফিরতে পারবেন সুইচ তারকা।

বিজ্ঞাপন

কিন্তু জুনে একই জায়গায় আবারও অস্ত্রোপচার করাতে হয়। এ বছর যে ফেদেরারকে আর কোর্টে দেখা যাবে না সেটা তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। টানা ২১ বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া ফেদেরার এই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ছয় বার।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন সময়মতো হচ্ছে না। তিন সপ্তাহ পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে আসরটি।

অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ফরাসি ওপেন রজার ফেদেরার

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর