Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচিরেই ব্যাটিং পরামর্শক পাচ্ছে টাইগাররা


২৮ ডিসেম্বর ২০২০ ১৭:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৭:০৭

গত আগস্টে প্রোটিয়া কোচ নেইল ম্যাকেঞ্জি টাইগারদের ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ালে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষ্যে মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্রেইগ মিলানকে। কিন্তু মাসখানেক বাদে বাবার প্রয়ানে নাম প্রত্যাহার করে নেন এই কিউই কোচ। এরপর কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে গেলে আর কোন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে এক্ষেত্রে আর সময় নিতে চাইছে না টাইগার ক্রিকেট প্রশাসন। অচিরেই পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। কেননা ব্যাটিং পরামর্শক নিয়োগের বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ ডিসেম্বর) হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বললেন,‘হ্যাঁ, আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শীঘ্রই জানতে পারবেন। অলমোস্ট ফাইনাল হয়েছে। আসলে হয় কি আমাদের এই কোচিং স্টাফ নিয়োগের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে। আমরা আশা করি খুব শীঘ্রই নামটি পেয়ে যাবেন।’

প্রসঙ্গত, গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি চলে যাওয়ার পর থেকেই নতুন কোচ দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এবং এক সপ্তাহ না যেতেই তার উত্তরসূরি হিসেবে ক্রেইগ মিলানকে খুঁজে পায় টাইগার প্রশাসন। কিন্তু বাবার মৃত্যুতে তিনি তার নাম প্রত্যাহার করে নিলে এ পদটি ফাঁকা হয়ে যায়।

টপ নিউজ নিজামউদ্দিন চৌধুরী সুজন নেইল ম্যাকেঞ্জি বিসিবি ব্যাটিং পরামর্শক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর