Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস পরাজয় এড়াল অজিরা, ম্যাচ ভারতের মুঠোয়


২৮ ডিসেম্বর ২০২০ ১৩:১৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৩:১৫

দ্বিতীয় দিনে ৮২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নেমে জাদেজার অর্ধশতকে ৩২৬ রানে অলআউট হয় ভারত। ১৩১ রানের লিড পাওয়া ভারতের পালা ছিল এবার বল হাতে অজিদের নাস্তনাবুদ করা। শেষ পর্যন্ত তারা করেছেও তাই। অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারের লজ্জা দিতে পারলেও এমসিজির টেস্ট এখন ভারতীয়দের হাতের মুঠোতেই।

ম্যাথিউ ওয়েড আর জো বার্নসের উদ্বোধনী জুটি আবারও ব্যর্থ। বার্নস (৪) দলীয় মাত্র ৪ রানেই ফেরেন। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে ভালো জুটি গড়ার আভাস আসলেও তৃতীয় উইকেটে মাত্র ৩৮ রান যোগ হতেই ফেরেন লাবুশেন (২৮)। এরপর প্রথম ইনিংসে শূন্যতে ফেরা স্মিথ আউট হয়েছেন মাত্র ৮ রানে। স্মিথের ফেরার পর হঠাত করেই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। ৭১ রানে ৩ উইকেট থেকে ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আর তাতেই অজিরা পড়েছিল ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়। ভারতের পেসার ও স্পিনারদের দুর্দান্ত যুগলবন্দিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলে। আর তাতেই ৯৮ থেকে ৯৯ এই ১ রানের মধ্যেই হারায় তিন ব্যাটসম্যানকে। ম্যাথিউ ওয়েডকে প্রথমে তুলে নেন জাদেজা (৪০), এরপর ট্রাভিস হেড (১৭) শিকার হন সিরাজের আর মাত্র এক রান যোগ করে অধিনায়ক টিম পেইন ফেরেন ওই জাদেজারই শিকার হয়ে।

তখনও ইনিংস ব্যবধানে হার এড়াতে অজিদের প্রয়োজন ৩২ রান হাতে মাত্র ৪টি উইকেট। ক্যামেরুন গ্রিন ছাড়া নেই কোনো স্বীকৃত ব্যাটসম্যান। তবে ক্যামেরুন গ্রিনের সঙ্গে অজিদের ত্রাতা হয়ে এলেন প্যাট কামিন্স। এই দুইয়ে মিলে দিনের বাকিটা সময় কাটিয়ে দেয়। এই জুটিতে তৃতীয় দিন শেষে আসে ৩৪ রান। ১৩৬ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়ার লিড ২ রানের।

বিজ্ঞাপন

তৃতীয় ইনিংসে মাত্র দুই রানের লিড এখন পর্যন্ত হাতে ৪টি উইকেট। ভারতীয় বোলাররা চতুর্থ দিনেও আজকের মতো বোলিং করতে পারলে অজিদের রানে লাগাম দেওয়াটা কষ্টের কিছু হবে না। আর তাই তো বলা চলে দ্বিতীয় টেস্ট এখনও ভারতেরই হাতে।

তৃতীয় দিনে এখন পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা আর একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ। তবে ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে চোট পেয়ে মাত্র তিন ওভার বল করেই ড্রেসিংরুমে ফিরেছেন যাদব।

অস্ট্রেলিয়া বনাম ভারত এমসিজি জাসপ্রিত বুমরাহ দ্বিতীয় টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর