উইন্ডিজ বধে অবদান রাখতে চান আল আমিন
২৬ ডিসেম্বর ২০২০ ১৫:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ২০:০৯
প্রায় পাঁচ বছরেরও বেশি সময় দলছুট থাকার পর ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট দিয়ে জাতীয় দলের আঙিনায় ফিরেন আল-আমিন হোসেন। ফেরার পর থেকে অনেকটাই নিয়মিত হয়ে উঠেছেন। চলতি বছরের শুরুতে পাকিস্তান সিরিজে ব্রাত্য থাকলেও ফেব্রুয়ারি-মার্চে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার কাঁধে ঠিকই আস্থা রেখেছে টাইগার ম্যানেজমেন্ট। সেই আল-আমিন এবার নিশানা তাক করেছেন আসন্ন উইন্ডিজ সিরিজের দিকে। স্কোয়াডে জায়গা মিললে নিজেকে নিংড়ে দিয়ে দেশের জয়ে অবদান রাখবেন এই পেসার।
সেজন্য প্রস্তুতিটাও বেশ ভালো আছে বলেও জানালেন ৩০ বছর বয়সী এই মিডিয়াম পেসার। মাত্রই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেললেন, তার আগে খেলেছেন বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। তাছাড়া সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষিত হলে সেখানেও প্রায় চার সপ্তাহের অনুশীলন করা হবে। অতএব সব মিলিয়ে ক্যারিবিয় বধের প্রস্তুতিটা তার ও সতীর্থদের বেশ ভালোই নেয়া আছে বলে বিশ্বাস আল আমিনের।
শনিবার (২৬ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন শেষে তিনি একথা জানান।
আল আমিন বলেন, ‘আমার কাছে মনে হয় শেষ কয়েকটা মাস আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। ওয়ানডে টুর্নামেন্ট খেললাম, টি-টোয়েন্টি খেললাম। যখন দল দিবে, সবাই একসঙ্গে অনুশীলন করবে, আমার কাছে মনে হয় দারুণ প্রস্তুতি আছে। সবসময়ই জাতীয় দলে খেলার লক্ষ্য থাকে। এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারি।’
‘করোনার ভেতরে তো অনেক দেশে ভালোভাবে ক্রিকেট হয়নি, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। কিছুদিন আগে একটা ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে, টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো। মাঝখানে আবার ফাঁকা আছে, সামনে আমরা অনুশীলন শুরু করব। আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় ওভারঅল প্রস্তুতিটা ভালোই আছে।’
এদিকে বহু কাঙ্খিত এই সিরিজটি সামনে রেখে দেশের ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্ত হৃদয়ে ভাবনার উদ্রেক করছে উইকেটের কন্ডিশন। ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই কী সাকিবরা স্পিনিং উইকেট পাচ্ছেন নাকি পেস? যদি হালের স্পিনবান্ধব না হয়ে পেসবান্ধব হয় তাহলে সফরকারীদের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারবেন স্বাগতিক পেস বোলিং ইউনিট? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে অভয় দিলেন আল আমিন।
‘উইকেট স্পিনিং হবে নাকি পেস সহায়ক হবে তা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। যদি পেস হয়, তাহলে আমরা পেস বোলিং ইউনিট শেষ ১-২ বছর ধরে খুব ভালো করছি। তো যারাই খেলবে, যারাই সুযোগ পাবে তারা যদি সেরাটা দিতে পারে তাহলে ভালো কিছুই হবে।’
২০২১ সালের ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে পর্দা উঠবে উইন্ডিজ সিরিজের। আর পর্দা নামবে ১১-১৫ ফেব্রয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়ে।
আল আমিন জাতীয় দলের পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ