Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি প্রস্তুত’ কলকাতা পৌঁছে বললেন জামাল


২৫ ডিসেম্বর ২০২০ ১৮:২৯

ভারতের জনপ্রিয় আই লিগে খেলার সুযোগ হারানোর শঙ্কা জেগেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। কাতারে বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন জামাল। এদিকে, কলকাতা মোহামেডান তার বিকল্প খুঁজতে শুরুও করে দিয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে আই লিগ খেলতে জামাল এখন ভারতে। গতকাল প্রতিবেশি দেশটিতে পৌঁছে বাংলাদেশি অধিনায়ক বলেছেন, টুর্নামেন্টের জন্য আমি প্রস্তুত।

বিজ্ঞাপন

কলকাতায় পৌঁছে বাংলাদেশি তারকা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘মোহামেডানে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।’

গত ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। তারপর দলের বাকিরা দেশে ফিরলেও ব্যক্তিগত কাজে কাতার থেকে যান জামাল। কথা ছিল সেখান থেকে সরাসরি ভারতে চলে যাবেন কলকাতা মোহামেডানের হয়ে খেলতে। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্বাবধানে স্থানীয় একটি হোটেলে আইসোলেশনে ছিলেন জামাল। করোনামুক্ত হয়ে দেশে ফিরে কদিন পর ভারতের বিমান ধরেন বাংলাদেশি তারকা।

বাংলাদেশি কোনো ফুটবলার সর্বশেষ ভারতে খেলেছে ২০১৪ সালে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলেছিলেন। লম্বা বিরতির পর বাংলাদেশ থেকে জামাল খেলতে যাচ্ছেন প্রতিবেশী দেশটিতে। আগামী জানুয়ারির ৯ তারিখে শুরু হবে আই লিগ।

কলকাতা মোহামেডান জামাল ভূঁইয়া ভারতীয় আই লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর