এম এ হাসেমের মৃত্যুতে বিসিবির শোক
২৪ ডিসেম্বর ২০২০ ১৮:২১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৮:৩২
বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এম এ হাসেম বিসিবির পরিচালক এবং বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের বাবা।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শোক জানিয়ে বার্তা দিয়েছে বিসিবি। বিবৃতিতে বাংলাদেশের খেলাধুলায় এম এ হাসেমের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।
প্রয়াত এম এ হাসেমের পরিবারের প্রতি শোক সইবার ধৈর্য ও সমবেদনা জানানো হয়েছে বিবৃতিতে। আজ সকালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন এম এ হাসেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।