ক্যাসেমিরো-বেনজেমার গোলে গ্রানাডাকে হারাল রিয়াল
২৪ ডিসেম্বর ২০২০ ০৮:৫৭
খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত সময় পার করছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ক্যাসেমিরো ও করিম বেনজেমার গোলে গ্রানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর ভেতর লা লিগায় টানা পাঁচ ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে জিতেছে একটি ম্যাচ।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুঃসংবাদ রিয়াল শিবিরে, ম্যাচের ৩৮ মিনিটে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। প্রথমার্ধে আক্রমণ বলতে ছিল ম্যাচের ২৭ সেকেন্ডের সময় গ্রানাডার একটি। তবে আক্রমণ থেকে সুযোগ নিতে পারেনি সফরকারীরা। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল, তবে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অ্যাসেন্সিওর দুর্দান্ত এক ফ্লিক দূরপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় রিয়াল। তবে এর মাত্র মিনিট দুই পরে অ্যাসেন্সিওর দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর তাতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এরপর গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠলেও আর গোলের দেখা মিলছিল না রিয়ালের। দ্বিতীয় গোলের জন্য গ্যালাক্টিকোদের অপেক্ষা করতে হয় ম্যাচের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইস্কোর অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। আর তাতেই রিয়ালের ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ে রিয়ালের পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন না আসলেও দ্বিতীয় স্থান পোক্ত হলো আরও। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ৩২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল। এদিকে অ্যাটলেটিকোর হাতে অতিরিক্ত দুই ম্যাচ রয়েছে।
করিম বেনজেমা টপ নিউজ রিয়াল মাদ্রিদ বনাম গ্রানাডা স্প্যানিশ লা লিগা