Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে সাউদি-সাইফার্ট


২৩ ডিসেম্বর ২০২০ ২১:৩৫

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও টিম সাইফার্ট। অভিজ্ঞ সাউদি বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন, তরুণ সাইফার্ট ব্যাটিংয়ে। র‍্যাংকিংয়ে বড় পুরস্কার পেলেন দুজনেই। নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাদাগ করেছে আইসিসি। তাতে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন সাউদি-সাইফার্ট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাউদি খেলেছেন দুই ম্যাচ। তাতে ৬ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার। যাতে ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন সাউদি। টি-টোয়েন্টিতে কিউই পেসারের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং এটা।

বিজ্ঞাপন

তরুণ ব্যাটসম্যান সাইফার্ট তিন ম্যাচে রান করেছেন সর্বোচ্চ ১৭৬। তাতে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ের ৯ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যান্য উল্লেখযোগ্য উন্নতির মধ্যে ডেভন কনওয়ের ১০ লাপ এগিয়ে উঠে এসেছেন ৭২ নম্বরে, গ্লেন ফিলিপস ১৫ ধাপ এগিয়ে উঠেছেন ৭২ নম্বরে।

পাকিস্তানের হয়ে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ হাফিজ ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ব্যাটিং র‍্যাংকিংয়ের ৩৩ নম্বরে। বোলিংয়ে ফাহিম আশরাফ ২২ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। শাহিন শাহ আফ্রিদি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে।

র‍্যাংকিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার ক্যাটাগরির শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে শীর্ষে যথারীতি ডেভিড মালান, বোলিংয়ে রশিদ খান আর অলরাউন্ডারে মোহাম্মদ নবি।

আইসিসি টিম সাইফার্ট টিম সাউদি নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর