Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে থাকবে, বলছেন মুমিনুল


২২ ডিসেম্বর ২০২০ ২১:৩৪

সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির ৪ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সময়ের হিসেবে প্রায় এক বছর পর সাদা পোশাকের ক্রিকেট খেলবে টাইগাররা। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। সম্প্রতি টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সও হতাশজনক। একদিকে লম্বা বিরতি অন্যদিকে অফ ফর্ম। তবুও বাংলাদেশ দলের অধিনায়ক মুুমিনুল হক বলছেন, সিরিজে ওয়েস্ট ইন্ডিজই মানসিকভাবে পিছিয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

টেস্টে সময়টা ভালো যাচ্ছে না যে ক্যারিবিয়ানদেরও। করোনাভাইরাসের মধ্যে ইংল্যান্ডে সবার আগে ক্রিকেটে ফিরেছে তারা। ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেলেও পরের দুই টেস্টে টানা হেরেছেন ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে জেসন হোল্ডারের দল। তাছাড়া জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে অনেকদিন থাকতে হয়েছে ক্যারিবিয়ানদের। এসব কারণেই মুমিনুলের ধারণা, পিছিয়ে থাকতে পারেন ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চোট পাওয়া মুমিনুল অস্ত্রোপচার করিয়েছেন কদিন আগে। ব্যান্ডেজ খুলে ফেললেও আঙুলে ড্রেসিং করতে হচ্ছে নিয়মিত। চিকিৎসার প্রসঙ্গে আজ দেখা করতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। এসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন মুমিনুল।

টেস্ট অধিনায়ক বলেন, ‘ওরা এর আগে তিন-চারটা সিরিজ জৈব-সুরক্ষায় খেলেছে (দুটি সিরিজ)। মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। কোনো দল সিরিজ হেরে এখানে এলে এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক।’

মুমিনুল এটাও মনে করিয়ে দিলেন, ‘যদিও ওরা টানা সিরিজ হেরে আসছে, কিন্তু তার মানেই এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে সবটুকু প্রচেষ্টা দিয়েই খেলতে হবে। সবার ভালো খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে।’

সাকিব আল হাসান প্রসঙ্গও উঠল। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব। সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আবারও জাতীয় দলের সার্জি গায়ে উঠবে বিশ্বসেরা অলরাউন্ডারের। সাকিব ফেরায় খুশি মুমিনুল। বললেন, ‘অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব ভাই থাকলে দলে ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর