Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান


২২ ডিসেম্বর ২০২০ ১৭:২৮

পরপর দুই টি-টোয়েন্টি হেরে তিন ম্যাচের সিরিজটি আগেই খুইয়েছিল পাকিস্তান। শেষ টি-টোয়েন্টি হারলে হোয়াইটওয়াশ হতে হতো সফরকারীদের। মোহাম্মদ রিজওয়ানের দারুণ এক ইনিংসের কল্যাণে সেটা হয়নি। নেপিয়ারে নিউজিল্যান্ডকে আজ ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান।

শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১৭৩ রান তোলে স্বাগতিক নিউজিল্যান্ড। ফর্মে থাকা মার্টিন গাপটিল ও টম সেইফার্টে শক্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। তবে হারিস রউফ ও ফাহিম আশরাফ ১৮ রানের ব্যবধানে নিউজিল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন।

বিজ্ঞাপন

সেই বিপদ কাটিয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়েন দুজন। ফিলিপস দলীয় ১০৯ রানের মাথায় ২০ বলে ৩১ রান করে ফিরলেও কনওয়ে অপরাজিত ছিলেন অনেকক্ষণ। ৪৫ বলে ৭টি চার ১টি ছয়ে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন কনওয়ে।

এছাড়া সেইফার্ট ২০ বলে ৩১ ও গাপটিল ১৬ বলে ১৯ রান করেন। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরাফ। ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেলেও শাহিন শাহ আফ্রিদি চার ওভার খরচ করেছেন ৪৩, ফাহিম আশরাফ ৪৪।

পরে জবাব দিতে নেমে শুরু থেকেই দারুণ গতিতে এগিয়েছে পাকিস্তান। তরুণ ওপেনার হায়দার আলি ৯ বলে ১১ করে ফিরলে দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান তোলেন ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান। হাফিজ ২৯ বলে ২ চার ৩ ছয়ে ৪০ রান করে ফিরলে রিজওয়ান পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।

কিন্তু শেষদিকে টপাটপ চার উইকেট পড়লে বিপদে পড়ে যায় পাকিস্তান। সাতে নেমে ৭ বলে ১৪ রান করে সেই বিপদ কাটিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার রিজওয়ান ৮৯ রান করেছেন ৫৯ বল খেলে। তার ইনিংসে চার ১০টি, ছক্কা ৩টি। ১৯.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৭ রান তুলে ফেলে পাকিস্তান।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর