Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরেশ রায়না আটক


২২ ডিসেম্বর ২০২০ ১৫:৪৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৫:৫৫

সময়টা মোটেও ভালো যাচ্ছে না সুরেশ রায়নার। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর করোনাকালের আইপিএল খেলতে গিয়েও ফিরে এসে বিতর্কিত হয়েছেন। পারিবারিকভাবেও কঠিন সময় কাটাচ্ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। এবার আটক হলেন রায়না। পরে জামিনে মুক্তি পেয়েছেন তারকা এই ক্রিকেটার।

সোমবার গভীর রাতে মুম্বাইয়ের অভিজাত ড্রাগন ফ্লাই ক্লাব থেকে আটক করা হয়েছে তাকে। মহারাষ্ট্র সরকার ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত নতুন করে কার্ফিউ জারি করেছে। তার মধ্যে গভীর রাতে ক্লাব খোলা রাখার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ক্লাবে উপস্থিত হওয়ার কারণেই মূলত আটক করা হয় রায়নাকে।

বিজ্ঞাপন

রায়না ছাড়াও একই স্থান থেকে ভারতের আরও বেশ কয়েকজন তারকাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় গায়ক গুরু রনধাওয়া ও বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী ও মডেল সুজান খান। মোট ৩৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

করোনাভাইরাস গ্রেপ্তার ভারত ভারতীয় ক্রিকেট সুরেশ রায়না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর