Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় কাপ ফুটবল উৎসব


১৭ ডিসেম্বর ২০২০ ১৫:৪০

মুজিববর্ষ উপলক্ষ্যে শেখ কামাল ও সুলতানা কামাল স্মরণে বিজয় কাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে মাতুয়াইলের ৬৮ নং ওয়ার্ড। ঢাকার মাতুয়াইলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে তারা ৩-২ গোলে হারিয়েছে মাতুয়াইলের ৬৩ নম্বর ওয়ার্ডকে।

ভার্চুয়াল মাধ্যমে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে ইন্টারনেট সংস্কৃতির নেতিবাচক দিক থেকে তাদের বের করে আনা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

সুস্থ মানসিকতা গঠনে মাদক ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার থেকে তরুণদের দূরে থেকে ক্রীড়া অনুশীলনের আহ্বান জানান তিনি।

বিজয় কাপের উদ্যোক্ত ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি বলেন, ‘ক্রীড়া অঙ্গনে শহীদ শেখ কামাল ও সুলতানা কামালের অবদান থেকে তরুণ প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে সেজন্যই এই আয়োজন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

বিজয় কাপ ফুটবল মুজিববর্ষ শেখ কামাল সুলতানা কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর