Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বজন হারালেন সাকিব


১৬ ডিসেম্বর ২০২০ ২০:১৪

শ্বশুরের মারাত্মক অসুস্থতার খবর শুনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল রেখেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। দুর্ভাগ্য সাকিবের, যুক্তরাষ্ট্রে পৌঁছার আগেই শুনতে পেলেন শ্বশুর মমতাজ উদ্দিন আর নেই।

বাংলাদেশ সময় আজ দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মমতাজ উদ্দিন (৭২)। বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের পারিবারিক সূত্র।

জানা গেছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থতার খবর শুনেই কাল যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিলেন সাকিব।

দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাকিব সেরা পারফর্ম করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে। জেমকন খুলনার ফাইনাল নিশ্চিতে বড় অবদান ছিল তার। কিন্তু শ্বশুরের অসুস্থতার খবর শুনে ফাইনাল রেখেই দেশ ত্যাগ করেছিলেন তিনি।

এদিকে, গত সোমবার আর একটা দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিবকে। মারা গেছেন ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরাতেই।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর