Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচের আগের দিন ভারতের একাদশ ঘোষণা


১৬ ডিসেম্বর ২০২০ ১৮:২৪

একাদশ নিয়ে রহস্য রেখে দেওয়া দলগুলোর পুরনো কৌশল। প্রতিপক্ষ হিসেবে কোন এগারোজন থাকছেন, একাদশ নির্বাচনে এই চিন্তাটাও করা হয়। সেই কারণেই মূলত একাদশ নিয়ে রহস্য রেখে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলো ইদানিং মাঝেমধ্যে হাঁটছে ভিন্ন পথেও। ম্যাচের আগের দিনই একাদশ প্রকাশ করে দেওয়া হচ্ছে। অ্যাডিলেড টেস্টের আগেই সেই কাজটা করল ভারত।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে অ্যাডিলেডে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া-ভারত। দুদলের মধ্যে এটা প্রথম দিবা-রাত্রির টেস্ট। ভারত তাদের একাদশ ঘোষণা করে দিল আজই! কাল কোন এগারোজন অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে টুইটারে আজ বুধবার তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে রোহিত শর্মার অনুপস্থিতিতে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে পৃথ্বী শ’র ওপরই আস্থা রেখেছে ভারত। ফলে প্রস্তুতি ম্যাচে রান পাওয়া তরুণ শুভমান গিলের অপেক্ষা আরও বাড়ল। উইকেটের পেছনে ঋষভ পন্ট নাকি ঋদ্ধিমান সাহা সেই আলোচনা হচ্ছিল। গোলাপী বলের বেশি মুভ করে সেই চিন্তায় পুরোদস্তুর কিপার সাহাকেই বেছে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয়েছে। আর পেস বিভাগে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির সঙ্গে অভিজ্ঞ উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে যথারীতি বিরাট কোহলি। অবশ্য এই টেস্টের পর কোহলিকে আর পাচ্ছে না ভারত। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ভারতীয় দলপতি।

ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ অ্যাডিলেড টেস্ট বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর