Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পুরষ্কারের বন্যা


১৫ ডিসেম্বর ২০২০ ২০:৪৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২১:৪৪

দেখেতে দেখতে শেষ হয়ে এল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৫ দলের অংশগ্রহণে গত ২৪ নভেম্বর পর্দা উঠেছিল জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের, যার পর্দা নামছে ১৮ ডিসেম্বর। ফাইনাল ম্যাচের আগেই বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টুর্নামেন্টে বিশেষ পারদর্শীতার জন্য প্লেয়ারদের মোট সাতটি ক্যাটাগারিতে পুরষ্কার দিবে টাইগার ক্রিকেট প্রশাসন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রতি প্লেয়ার দেড় লাখ টাকা করে পাবেন। আর রানার আপ দলের প্রতি প্লেয়ার পাবেন ৭৫ হাজার টাকা করে।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য বরাদ্দ থাকছে ৩ লাখ টাকা। আর প্লেয়ার অব দ্য ফাইনাল পাবেন ১ লাখ টাকা।

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও বোলার পাচ্ছেন ২ লাখ টাকা করে।

আর ৪ জন প্লেয়ার বিশেষ পারফরম্যান্স পুরষ্কার বাবদ পাবেন ১ লাখ করে।

আগামি ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। ম্যাচ শেষে প্লেয়ারদের হাতে উল্লেখিত আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হবে।

পুরস্কার ঘোষণা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর