Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন মাশরাফি


১৪ ডিসেম্বর ২০২০ ২১:৫৪

মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন সেই কবেই! ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে অভিমান থেকেই সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে বিপিএলে খেলে আসছেন বটে তবে এতটা রুদ্ররুপে কখনও দেখা যায়নি। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এসে যেন ভোজবাজির মত বদলে গেলেন ম্যাশ। টুর্নামেনেন্টের প্লে অফ রাউন্ডে সেই পুরনোরুপে আবির্ভুত হলেন নড়াইল এক্সপ্রেস, করলেন ক্যারিয়ার সেরা বোলিং।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে তুলে নিলেন ৫ উইকেট। স্বীকৃত টি টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে যা ছিল ১১ রানের বিনিময়ে ৪ উইকেট। বিপিএল ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে এই কীর্তি গড়েছিলেন মাশরাফি।

বলা বাহুল্যই হবে, বঙ্গবন্ধুর টি টোয়েন্টি প্রথম কোয়ালিফায়ারে তার এমন আগুনে বোলিংয়েই পুড়ে খাঁক হয়ে গেছে টুর্নামেন্টে উড়তে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের চট্টগ্রামের ব্যাটিং লাইন আপ। কাটার ও স্লোয়ারের পসরা সাজিয়ে একে একে ক্রিজছাড়া করেছেন সৌম্য সরকার (০), লিটন দাস (২৪), মাহমুদুল হাসান জয় (৩১), শামসুর রহমান শুভ (১৮) ও মোস্তাফিজুর রহমানকে (০)।

দ্রুত টপ অর্ডারের বিদায়ে ২১১ রানের পাহাড়সমান লক্ষ্য আর টপকানো হয়নি কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যদের। ১৯.৪ ওভারে গুটিয়ে গেছে ১৬৩ রানে। তাতে ৪৭ রানের জয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা।

এদিকে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়ায় ফাইনালের অপেক্ষা বেড়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের। শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে হলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হারাতে হবে বেক্সিমকো ঢাকাকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

জেমকন খুলনা টি-টোয়েন্টি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর