চ্যাম্পিয়ন্স লিগের ড্র: বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি
১৪ ডিসেম্বর ২০২০ ২০:৩৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২০:৪৭
নেইমার ক্লাব ছাড়ার পর তাকে ফিরিয়ে আনার বহু চেষ্টাই করেছে বার্সেলোনা। গত মৌসুমে বার্সায় নাম লেখানোর কাছাকাছি অবস্থানে পৌঁছেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু শেষ পর্যন্ত বার্সা-নেইমারের পূণর্মিলন আর হয়ে উঠেনি। তবে সব কিছু ঠিক থাকলে ব্রাজিলিয়ান তারকা ঠিকই ফিরবেন ন্যু ক্যাম্পে। তবে বার্সেলোনার হয়ে খেলতে নয়, বার্সার প্রতিপক্ষ হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল আজ। ড্রতে পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা।
২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেবার প্রথম লেগে ৪-০ তে পিছিয়ে পড়া বার্সেলোনা দ্বিতীয় লেগে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। বার্সার কাব্যিক সেই জয়ে নেতৃত্ব দিয়েছিলেন নেইমার। সেই নেইমার এবার ফিরবেন প্রতিপক্ষ হয়ে।
রিয়াল মাদ্রিদ পেয়েছে ইতালির আতালান্তাকে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের পোর্তোকে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাৎসিও।
ওদিকে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি পেয়েছে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে। লিভারপুলের প্রতিপক্ষ লাইপজিগ। সব মিলিয়ে শেষ ষোলো ‘হাইভোল্টেজ’ লড়াই বলতে হবে বার্সা-পিএসজির ম্যাচকেই।
শেষ ষোলোর প্রথশ লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির ১৬, ১৭, ২৩ ও ২৪ তারিখে। দ্বিতীয় লেগের সময় এখনো চূড়ান্ত হয়নি।
শেষ ষোলোয় কে কার প্রতিপক্ষ:
বায়ার্ন মিউনিখ – লাৎসিও
চেলসি – অ্যাটলেতিকো মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড – সেভিয়া
জুভেন্টাস – পোর্তো
লিভারপুল – লাইপজিগ
ম্যানচেস্টার সিটি – বরুসিয়া মনশেনগ্লাডবাখ
পিএসজি – বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ – আতালান্তা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বায়ার্ন মিউনিখ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ