Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারির প্রথম সপ্তাহে অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা বিসিবি’র


১৪ ডিসেম্বর ২০২০ ১৮:৩১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৮:৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা গ্রহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। অতিমারিকালে সিরিজটি মাঠে গড়ানোর লক্ষ্যে বায়োবাবলসহ সংশ্লিষ্ট সকল পরিকল্পনাদি ইতোমধ্যে সফরকারী বোর্ডকে পাঠিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন। এখন শুধু তাদের সবুজ সংকেতের অপেক্ষায়।

তবে অপেক্ষায় থাকলেও দ্বিপাক্ষিক এই সিরিজটি ইতিবাচকভাবেই এগুচ্ছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ডিসেম্বর) সারাবাংলাকে তিনি একথা জানান।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা আছে। অগ্রগতির বিষয়টা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের জানাবে। আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করছি তারা কখন চুড়ান্ত করে। সবকিছু ইতিবাচকভাবেই আগাচ্ছে।’

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সামনে রেখে আয়োজক বিসিবি’র প্রস্তুতি দেখতে ইতোমধ্যেই বাংলাদেশ সফর করে গেছে ক্রিকেট উইন্ডিজের দুই সদস্যের পর্যবেক্ষক দল। সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের সম্ভাব্য দুই ভেন্যু; মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপিও পরিদর্শন করেছে তারা। পরিদর্শন শেষে বিসিবির বায়োবাবল পরিকল্পনা ও সফরকারী দলটির নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা ভুয়সী প্রশংসাও করে গেছেন।

আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে করোনাকালে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সিরিজের দৈর্ঘ্য কমাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি টেস্ট ম্যাচ কমানোর প্রস্তাব দিয়েছে। যদিও তা এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর