ফাইনালে লক্ষ্যে আগে বোলিং করবে গাজী গ্রুপ চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২০ ১৭:১১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৭:৪২
জিতলেই ফাইনাল, এমন সমীকরণে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার খেলতে নেমেছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। হাইভোল্টেজ লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হচ্ছে যথাক্রমে সন্ধ্যা সাড়ে ৫টায়। গাজী গ্রুপ চট্টগ্রাম প্রথম পর্বে তাদের ৮ ম্যাচের সাতটিতেই জিতেছে। দলটির তরুণ পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার দারুণ ফর্মে আছেন।
জেমকন খুলনা আট ম্যাচের চারটিতে জিতেছে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েসদের নিয়ে অভিজ্ঞতায় ভরপুর দলটি। বড় ম্যাচ খেলার বহু অভিজ্ঞতা আছে যাদের। নিশ্চয় জমজমাট লাড়ই জমবে!
দুদলের একাদশ:
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামছুর রহমান, সৌকত আলি, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও সঞ্জিত সাহা।
জেমকন খুলনা: জহুরুল ইসলাম, জাকির হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, আরিফল হক, মাশরাফি বিন মুর্তজা, শামিম হোসেন, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শুভাগত হোম।