মেজাজ হারালেন মুশফিক
১৪ ডিসেম্বর ২০২০ ১৬:৪৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৭:৪৬
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের বাঁচা-মরার ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মেজাজ হারালেন বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিম। সেই রাগের মাত্রা এতটাই যে সতীর্থ নাসুম আহমেদকে উদ্যত হলেন চড়াতে।
সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলায় টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়ে আসছিলেন ফরচুন বরিশালের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তার ব্যাটে জয়ের স্বপ্নও বুনছিল তামিম ইকবাল ও তার দল। কিন্তু ১৭তম ওভারে শফিকুর ইসলামের বলে হুক করতে গিয়ে শট ফাইনলেগে ক্যাচ তুলে দিলেন আফিফ। আর তা লুফে নিতে নিজের জায়গা থেকে দৌঁড়ে এলেন উইকেটরক্ষক মুশি। সতীর্থ নাসুম আহমেদও ফিল্ডিং পজিশন শর্ট স্কয়ার লেগ থেকে দৌঁড়ে এলেন। মুশফিকের নিঃশ্বাস দূরত্বে থেকে বল গ্রিপ করতে হাতও উঁচিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে মুশি ক্যাচটি তালুবন্দি করেছেন। ভাগ্যিস দুজনের ধাক্বায় বল হাত থেকে পড়ে যায়নি।
সেকারণেই হয়ত ভীষণভাবে মেজাজ হারালেন মুশফিকুর রহিম। এক পর্য়ায়ে নাসুমকে চড়াতেও উদ্যত হলেন। চকিতেই অপ্রস্তুত হয়ে গেলেন নাসুম। মন খারাপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন।
ততক্ষণে আফিফ ড্রেসিংরুমের পথে হাঁটতে শুরু করেছেন। যাওয়ার আগে নামের পাশে যোগ করলেন ৫৫ রান। ৩৫ বল থেকে তিনি এই সংগ্রহ পেয়েছেন। যেখানে চারের মার ছিল ৩টি ও ছয়টি ৪টি। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় ফিফটি। এরআগে গত পরশু লিগ পর্বের শেষ ম্যাচে এই ঢাকার বিপক্ষেই অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার।
যদিও আফিফের এই রানে ফরচুন বরিশালের শেষ রক্ষা হয়নি। ৯ রানে হেরে টুর্নামেন্ট ছাড়া হয়েছে তার দল।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫০ রান সংগ্রহ গড়ে বেক্সিমকো ঢাকা। জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটের খরচায় স্কোর বোর্ডে ১৪১ রান জমা করতে পেরেছে ফরচুন বরিশাল।
বরিশালের বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল বেক্সিমকো ঢাকা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। এই দুই দলের মধ্যে যারা হেরে যাবে তাদের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে মুশি’র ঢাকা।
টপ নিউজ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মুশফিকুর রহিম