Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের চোটের রাতে পিএসজি’র হার


১৪ ডিসেম্বর ২০২০ ১০:১১

পিএসজি’র জন্য এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। একে তো অলিম্পিক লিঁওর কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে, তার ওপর আবার খেলার অন্তিম মুহূর্তে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র। অলিম্পিক লিঁওর হয়ে একমাত্র গোলটি করেন টিনো কাদেওয়ের।

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটের খেলা চলছে তখন। বল নিয়ে লিঁওর ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন নেইমার, তখনই থিয়াগো মেন্ডেস একটি স্লাইডিং ট্যাকেল করলেন নেইমারকে। আর সঙ্গে সঙ্গে নেইমার মাটিতে লুটিয়ে পড়লেন। নিজের পায়ে আর তখন দাঁড়ানোর মতো অবস্থায় নেই নেইমার, তাকে নেওয়ার জন্য স্ট্রেচার এসেছে। স্ট্রেচারে চেপেই মাঠ ছাড়লেন নেইমার।

বিজ্ঞাপন

নেইমারকে বাজে ভাবে ট্যাকেল করায় রেফারি হলুদ কার্ড দেখান মেন্ডেসকে, এরপর ভিএআরে দ্বিতীয়বার লক্ষ্য করে লাল কার্ড দেখিয়ে দেন থিয়াগো মেন্ডেসকে। এর আগে ম্যাচের এমবাপেকে বিশ্রাম দিয়ে এদিন নেইমার, ময়েস কিন আর ডি মারিয়াকে নিয়ে একাদশ সাজান পিএসজি কোচ থমাস তুখেল।

প্রথমার্ধে গোল করা তো দূরের কথা উল্টো ম্যাচের ৩৫ মিনিটের মাথায় কার্ল টোকো একাম্বির বাড়ানো বল পেয়ে যান টিনো কাদেওয়ের। আর পিএসজির ডি বক্স থেকে বল জালে জড়াতে একদম ভুল করেননি তিনি, গোল করে দলকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন পিএসজির মাঠেই।

খেলার বাকি সময় কেবল একে অন্যের গোলবরাবর গোলের সুযোগই তৈরি করে গেছে কিন্তু গোল করতে পারেনি। তাই তো শেষ পর্যন্ত কাদেওয়েরের একমাত্র গোল পিএসজির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক লিঁও। এই হারে পিএসজি পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে। আর দুইয়ে উঠে এসেছে লিঁও। সমান ১৪ ম্যাচে সমান ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে আর দুইয়ে লিঁও, ২৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পিএসজির।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে পিএসজি বস তুখেল বলেন, ‘নেইমার ডাক্তার ও ফিজিওদের সঙ্গে আছে। ওর পরীক্ষা আগামিকাল হবে।’

কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়ির পিএসজি বনাম লিও পিএসজির হার প্যারিস সেইন্ট জার্মেই বনাম দিহন' ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর