Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠিন লড়াইয়েও নির্ভার মিঠুন


১৩ ডিসেম্বর ২০২০ ১৮:১৮

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে সবচেয়ে দামী দলের তকমা তাদের গায়ে। যে দলে মজুদ আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘ত্রি-পান্ডব’ মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহ। যে দলটি টেবিলের দুই নম্বরে থেকে টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ করেছে। হেভি ওয়েট দলের বিপক্ষে হেভি ওয়েট ম্যাচ। জিতলেই ফাইনালে। হেরে গেলেও বিদায় নিতে হবে না সত্যি, তবে তাকিয়ে থাকতে দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে। কিন্তু সেখানে পান থেকে চুন খসলেই ভয়ানক বিপদ! টুর্নামেন্ট থেকেই বিদায়। না, বঙ্গবন্ধু টে টোয়েন্টি কাপে জেমকন খুলনা বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগে এমন জটিল কোন ভাবনায় যেতে চাইছেন না গাজী গ্রুপ চট্টগ্রামের দলপতি মোহাম্মদ মিঠুন। বরং নির্ভার থেকে ম্যাচটিকে বাকি আট দশটি ম্যাচের মতই বিবেচনা করে নামতে চাইছেন ফাইনালের মিশনে।

বিজ্ঞাপন

মিঠুন বরাবরই হিম শীতল মাথার। যাই করেন সেটা ভেবে চিন্তে। অধিনায়ক হিসেবে তার প্রতিটি সিদ্ধান্তেই থাকে সুগভীর ভাবনার প্রতিফলন। সেকারণেই তো কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের এত পছন্দের পাত্র তিনি। টুর্নামেন্টে তার কাঁধে অগাধ আস্থা রেখে তুলে দিয়েছেন নেতৃত্বের ব্যাটন। কোচের সেই আস্থার প্রতিদানও তিনি টুর্নামেন্টর লিগ পর্বের প্রতিটি ম্যাচেই দিয়েছেন। কোন ব্যক্তির ওপরে নির্ভর হয়ে নয়, দল হিসেবে খেলে ৮ ম্যাচের ৭টিতেই কপালে পড়েছেন বিজয় তিলক। প্রথম কোয়ালিফায়ারেও ঠিক এভাবেই খেলতে চান। বিশেষ কারো উপরে নির্ভরতা নয়, নয় কারো কাছে বাড়তি কোন চাওয়া। দল হিসেবে জ্বলে উঠে আরেকবার মাশরাফি, সাকিব ও মাহমুদউল্লাহদের হারের স্বাদ পাইয়ে দিতে চাইছেন।

বিজ্ঞাপন

রোববার (১৩ ডিসেম্বর) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে একথাই জানালেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই দলপতি।

তিনি বললেন, ‘কালকের ম্যাচ নিয়ে আলাদা কোন ভাবনা নেই। এই পর্যন্ত ভাল ক্রিকেটই খেলেছি। বোলিংয়ে বোলাররা, ব্যাটিংয়ে টপ অর্ডার ও যেদিন প্রয়োজন লোয়ার অর্ডাররাও খেলছে। ওভারঅল দল হিসেবে আমরা ভাল খেলছি। তো কালকের ম্যাচ নিয়ে আলাদা করে ভাবার বা চাপ নেয়ার কিছু নেই। অন্য দশটি ম্যাচের মতই খেলব। তাছাড়া আগের ম্যাচগুলোতে যেভাবে দল হিসেবে খেলেছি এখানেও সেভাবে খেলতে চাচ্ছি। আশা করছি ভাল কিছুই হবে।’

লিগ পর্বের দুইবারের মোকাবেলায় দুইবারই গাজী গ্রুপের কাছে ধরাসায়ী হয়েছে জেমকন খুলনা। কিন্তু আশার কথা হল, ফাইনালের মিশনে জেমকন খুলনাকেও নির্ভার মনে হল। তারা নির্ভার একারণেই যে, আগের দুই ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে নামতে পারলে জয় দিক বদলে তাদের শিবিরেও ধরা দিতে পারে। তাছাড়া তারাও টুর্নামেন্টের যোগ্য হল হিসেবেই প্লে অফ নিশ্চিত নিশ্চিত করেছে (টেবিলের দুই নাম্বর)। আর বাড়তি শক্তি হিসেবে মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহ তো আছেনই।

এদিন মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে জেমকন খুলনার প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমকে একথা জানান দলের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

তার ‍মুখেই শুনুন, ‘মানসিকভাবে আমরা সবাই ‍খুব ভালো। কারণ সেমিফাইনাল খেলছি, আমরা দুই নম্বর দল হয়েছি আমাদের এখানে সুযোগ দুইটা থাকবে। হ্যাঁ গাজী (গ্রুপ চট্টগ্রাম) আমাদেরকে দুইবার হারিয়েছে। অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের যে ভুলগুলা করেছি আমরা শেষ দুইটা ম্যাচে ওদের সঙ্গে ওইগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আজকেও অনেক আলোচনা আবার হবে। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা ভুল না করি আমরা আবার ভালোভাবে কামব্যাক করতে পারব।’

বারুদে ঠাসা ম্যাচটি মিরপুর-শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সোমবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর