Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র


১৩ ডিসেম্বর ২০২০ ০৪:০৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৪:৪০

ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি শেষ হলো গোলশূন্য ড্র’তেই। স্বাগতিক ম্যানচেস্টার কিংবা আতিথ্য নেওয়া ম্যানচেস্টার সিটি গোল করতে পারে কোনো দলই। এই ড্র’তে লাভটা অবশ্য ইউনাইটেডেরই বেশি হয়েছে। পয়েন্ট টেবিলে সিটির থেকে এক পয়েন্ট এগিয়ে আট নম্বরে তারা, আর সিটিজেনদের অবস্থান ৯-এ।

সময়টা খুব বেশি ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। আরবি লাইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে গেল মঙ্গলবার। আর তার তিন দিন পরে এসে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র করেই থামতে হলো ওলে গানার শোলশায়ারের দলকে। যদি এই ড্র’তে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির থেকে ওপরে থাকছে রেড ডেভিলরা।

বিজ্ঞাপন

খেলার ১১ মিনিটেই ইউনাইটেডের কাছে সুযোগ এসেছিল লিড নেওয়ার তবে ম্যাকটিমনি বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে সে যাত্রায় গোল পাওয়া হয়নি রেড ডেভিলদের। ২৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ আসে সিটির সামনেও তবে তারাও তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। এরপর ৩৫ মিনিটের মাথায় আরও সহজ এক সুযোগ আসে সিটির সামনে। ডি ব্রুইনের বাড়ানো বল পেয়ে যান রিয়াদ মাহারেজ কিন্তু ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডে হেয়ার দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় রেড ডেভিলরা। এভাবে গোলশূন্য কাটে প্রথমার্ধ।

দ্বিতীর্ধের খেলা মাঠে গড়ানোর চার মিনিটের মাথায় পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ক্রস ডি বক্সে নিয়ন্ত্রণে নেয় রাশফোর্ড আর তাকেই ফাউল করে বসেন কাইল ওয়াকার। তবে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। আর তাতেই রক্ষা সিটিজেনদের। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলেও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। তাতেই ম্যানচেস্টার ডার্বি শেষ হয় গোলশূন্য ড্র’তে।

বিজ্ঞাপন

২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ওল্ড ট্রাফোর্ড টপ নিউজ ডার্বি ড্র ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড ম্যানচেস্টার ডার্বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর