Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের


১৩ ডিসেম্বর ২০২০ ০৪:০৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৪:২৮

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিল রিয়াল মাদ্রিদ। ক্যাসেমিরোর গোলে রিয়াল প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে কার্ভাহালের শট গোলপোস্টে লেগে ফিরে আসার সময় অ্যাটলেটিকো গোলরক্ষক জান অবলাকের পিঠে লেগে জালে জড়ালে ২-০ গোলের লিড পায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এটি অ্যাটলেটির প্রথম হার, আর গত মৌসুম থেকে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারও এটি।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে মাদ্রিদ ডার্বিতে মাঠে নামার আগে মোট ১০টি ম্যাচ খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ১০ ম্যাচের ভেতর ৮টিতে জয় আর দুটিতে ছিল ড্র, সেই সঙ্গে দলটি গোল হজম করেছিল মাত্র দুটি। তবে অবশেষে মাদ্রিদ ডার্বিতে এসে হারতে হলো অ্যাটলেটিকে। যেখানে গোটা মৌসুমে মাত্র দুটি গোল হজম করেছিল দলটি, সেখানে এক মাদ্রিদ ডার্বিতেই হজম করতে হলো দুটি।

ম্যাচের শুরু থেকেই মধ্যমাঠের নিয়ন্ত্রণে লুকা মদ্রিচ-ক্যাসেমিরো-টনি ক্রুস। গোটা ম্যাচ জুড়েও দেখা গেছে এই একই চিত্র। মধ্যমাঠ দখলে রাখা রিয়ালের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ঘরের মাঠে লিড নিতে। ম্যাচের ১৫ মিনিটের মাথায় টনি ক্রুসের কর্নার কিক থেকে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর আলফ্রেড ডি স্টেফানোতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

ক্যাসেমিরোর গোলে এগিয়ে যাওয়ার পরও মধ্যমাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি জিদানের দল। বরং বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেছে অ্যাটলেটির রক্ষণে। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার সহজ সুযোগ পায় অ্যাটলেটি, তবে থমাস লেমার বল জালে জড়াতে ব্যর্থ হলে গোল পরিশোধ করা হয়নি সিমিওনের দলের। ম্যাচের ৫৫ মিনিটে মার্কাস ইয়োরেন্তের মাটি কামড়ানো ক্রস রিয়ালের রক্ষণকে ফাঁকি দিয়ে চলে যায় লেমারের সামনে। থিবো কোর্তোয়াকে ফাঁকি দিতে পারলেই বল জালে কিন্তু শট লক্ষ্যেই রাখতে পারলেন না লেমার। আর তাতেই সহজ সুযোগ হাতছাড়া লিগ লিডারদের।

এমন সহজ সুযোগ হাতছাড়া করার পর উল্টো ম্যাচের ৬৩ মিনিটে জান অবলাক আত্মঘাতি গোল করে রিয়ালকে ২-০ গোলের লিড উপহার দেন। যদিও তাতে অবলাকের ভুলের থেকে দানি কার্ভাহালের কৃতিত্বটাই বেশি। ক্রুসের ফ্রিকিক বিপদমুক্ত করতে গিয়ে ডি বক্সের বাইরে থাকা কার্ভাহালের দিকে বাড়িয়ে দেয় অ্যাটলেটির রক্ষণ। আর সেখানে জায়গা পেয়ে জোরালো শট নেন কার্ভা, বল গোলপোস্টে লেগে ফিরে আসছিল ঠিক তখনই অবলাকের পিঠে লেগে বল জালে ঢুকে যায়। আর রিয়াল মাদ্রিদ লিড পেয়ে যায় ২-০ ব্যবধানের।

বিজ্ঞাপন

ম্যাচের বাকি সময়টাও অ্যাটলেটিকোর রক্ষণে বেশ কয়েকবার হানা দেয় রিয়াল তবে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ৭ জয়, দুই ড্র আর তিন হারে রিয়ালের পয়েন্ট ২৩, অন্যদিকে ১১ ম্যাচে ৮ জয়, দুই ড্র আর এক হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ৭ জয়, ৪ ড্র আর এক হারে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। আর ১০ ম্যাচে ৪ জয়, ২ ড্র আর ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান ৯ নম্বরে।

২০২০/২১ মৌসুম টপ নিউজ মাদ্রিদ ডার্বি রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের জয় স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর