Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই তরুণের ঝড়ে বরিশালের রানের পাহাড়


১২ ডিসেম্বর ২০২০ ২০:০৯

জিতলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত এমন সমীকরণে খেলতে নেমে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিংয়ে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ১৯৩ রানের সংগ্রহ গড়েছে তামিম ইকবালের দল।

শনিবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে অবশ্য সাবধানেই এগিয়েছে বরিশাল। ধরে খেলেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও তরুণ সাইফ হাসান। তামিম ১৭ বলে ১৯ করে ফেরেন। কদিন আগে তাক লাগানো সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন তিনে নেমে ১৩ বলে ১৩ করে ফেরেন। তারপর থেকেই ঝড় শুরু।

বিজ্ঞাপন

ইমনের পরপর সাইফ হাসান যখন ৪৩ বলে ৮ চারে ৫০ রান করে ফিরলেন বরিশালের স্কোর তখন ১০২/৩। ১৪ ওভারের খেলা চলছিল তখন। তারপর আফিফ-হৃদয় দুজন মিলে মাত্র ৩৯ বল খেলে তোলেন আরও ৯১ রান!

আফিফ মাত্র ২৫ বল খেলে করেছেন ৫০ রান। তার ইনিংসে চার ১টি, ছক্কা ৫টি। হৃদয় ২২ বলে করেছেন ৫১। চার মেরেছেন ২টি, ছক্কা ৪টি। ২০ ওভারে তিন উইকেট হারিয়ে এই ১৯৩ রান তোলে বরিশাল।

ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর