Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলেটি’কে ফেভারিট মেনেই মাঠে নামছেন জিদান


১২ ডিসেম্বর ২০২০ ০৯:৪৩

দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেল তিন ম্যাচেই অপরাজিত জিনেদিন জিদান। এর মধ্যে দুটিতে জিতেছেন আর একটিতে করেছেন ড্র। তবে এবার ২০২০/২১ মৌসুমে মাদ্রিদ ডার্বিতে মাঠে নামার আগে অ্যাটলেটিকোকেই এগিয়ে রাখছেন জিজু। রিয়ালের  ছন্দহীন পারফরম্যান্সের বিপরীতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তাই তো ম্যাচের আগেই প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন জিদান।

বিজ্ঞাপন

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে শনিবার (১২ ডিসেম্বর) অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে সিমিওনের দল। মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলে এখনও অপরাজিত যেখানে আছে ৮ জয় আর দুটি ড্র’তে ২৬ পয়েন্ট। নগরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে অ্যাটলেটি।

দুই ম্যাচ আগে চাকরিটাই হারাতে বসেছিলেন জিদান, এমনটাই জানিয়েছিল স্প্যানিশ দৈনিকগুলো। তবে না জিনেদিন জিদান তাঁর দলকে ঠিকই চ্যাম্পিয়নস লিগের শীর্ষে রেখেছেন আর লা লিগাতেও জয়ে ফিরিয়েছেন দলকে। আর টানা দুই জয়ে উজ্জীবিত রিয়ালের সামনে এবার অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো।

তবে মাদ্রিদ ডার্বিতে মাঠে নামার আগে অ্যাটলেটিকে এগিয়ে রাখলেন জিদান। ‘হ্যাঁ, অবশ্যই তাদের শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করা উচিৎ। তারা সেটা মাঠে প্রমাণ করে চলেছে। তারা টেবিলের শীর্ষে এবং তারা বরাবরই প্রতিপক্ষ হিসেবে কঠিন। আমরা তাদের শক্তি সম্পর্কে ভালোভাবে জানি।’

লা লিগায় গেল সপ্তাহেই জিদানের দল সেভিয়ার মাঠে ১-০ গোলের জয় পেয়েছে গ্যালাক্টিকোরা, অন্যদিকে অ্যাটলেটি রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে জিতেছে ২-০ ব্যবধানে।

‘আমরা সব ম্যাচই জিততে চাই এবং বিশেষ করে এটি, কারণ এটা বড় ম্যাচ। গত মৌসুমে আমরা শিরোপা জিতেছিলাম, এবার তা ধরে রাখতে চাই। শেষ পর্যন্ত আমরা সেই চেষ্টা করে যাব।’

এদিকে রিয়ালের স্কোয়াডে ইনজুরি সমস্যার কাটিয়ে বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে মাঠে নেমেছিলেন অধিনায়ক সার্জিও রামোস। আর অ্যাটলেটির বিপক্ষে দলে ইনজুরি কাটিয়ে আবারও ফিরেছেন ড্যানিয়েল কার্ভাহাল ও ফেদেরিখো ভালভার্দে।

বিজ্ঞাপন

তবে চোট কাটিয়ে আক্রমণভাগের তিন খেলোয়াড় এডেন হ্যাজার্ড, লুকা জোভিচ এবং মারিয়ানো ডিয়াজ আর মধ্যমাঠের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।

জিনেদিন জিদান ডিয়েগো সিমিওনে মাদ্রিদ ডার্বি রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ লস ব্ল্যাঙ্কোস স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর