চার তারকাকে বিশ্রামে রেখে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০২০ ১৭:৩১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২১:১৯
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৮ নম্বর ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথমে ব্যাটিং করবে ফরচুন বরিশাল। এদিকে ফর্মে থাকা চার তারকাকে বিশ্রাম দিয়ে আজ একাদশ সাজিয়েছে চট্টগ্রাম।
দলটির প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। পয়েন্ট টেবিলের সেরা দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করাও অনেকটা নিশ্চিত। ফলে প্লে-অফে ফর্মে থাকা ক্রিকেটারদের তরতাজা পেতেই হয়তো বিশ্রাম দিল গাজী গ্রুপ চট্টগ্রাম।
দলটির হয়ে দারুণ খেলতে থাকা মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, শরিফুল ইসলামের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ রকিবুল ইসলামকেও।
এদিকে, বিষয়টিকে হয়তো ‘সুযোগ’ হিসেবেই দেখবে বরিশাল। টুর্নামেন্টে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের জয়টা খুব করেই দরকার বরিশালের।
দুই দলের স্কোয়াড:
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শামছুর রহমান, সৌকত আলি, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সঞ্জিত সাহা, মেহেদি হাসান ও রুয়েল মিয়া।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সালাউদ্দিন সাকিল, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, ইরফান শুক্কুর ও পারভেজ হোসেন ইমন।