Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনাকে হারিয়ে প্লে-অফে ঢাকা


১০ ডিসেম্বর ২০২০ ১৬:২৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৭:৩৪

প্রত্যাবর্তনের নতুন এক কাব্য রচনা করল বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচই হেরে ধুঁকছিল মুশফিকুর রহিমের দল। তারপর টানা চার ম্যাচ জিতে সেই দলটিই এখন প্লে-অফে! তারকাসমৃদ্ধ জেমকন খুলনাকে আজ ২০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা।

তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত হলো ঢাকার। দলটির আরও এক ম্যাচ বাকি। ফলে বর্তমান ৮ পয়েন্টকে বাড়িয়ে সেরা দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করার সুযোগও রয়েছে মুশফিকের দলের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং শক্তিই আজ ম্যাচ জিতিয়েছে ঢাকাকে। প্রথমে ব্যাটিং করে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়েছিল ঢাকা। পরে জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালে এই রান টপকাতে পারেনি খুলনা। সব ব্যাটসম্যানরা ব্যাটিং করলেও দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল চারজন।

ওপেনার জাকির হোসেন ফিরেছেন দলীয় ৮ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ১৫৯ রানে গুটিয়ে গেছে খুলনা। বড় জুটি হয়নি একটিও। ৩৬ বলে ৪টি চার ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার জহুরুল ইসলাম। অধিনায়ক মাহমুদউল্লাহ মিডল অর্ডারে ২৬ বলে ২৩ ও তরুণ শামিম হোসেন ৯ বলে ২৩ রান করেছেন। শেষ দিকে পেসার হাসান মাহমুদ ৯ বলে করেছেন ২৩ রান।

ঢাকার হয়ে ‘অপরিচিত’ স্পিনার বরিউল ইসলাম রবি ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও মুক্তার আলি।

এর আগে প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান তোলে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় দলটি। দিনকে দিন নিজেকে হারিয়ে ফেলা সাব্বির রহমান ওপেনিংয়ে দারুণ এক ইনিংস খেলেছেন। তরুণ নাঈম শেখও রান পেয়েছেন। দুজনের ওপেনিং জুটি ছিল ৪১ রানের।

বিজ্ঞাপন

নাঈম ১৭ বলে ৫ ছয়ে ৩৬ করে ফিরে তিনে এসে হাল ধরেন তরুণ আল-আমিন। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন আল-আমিন ও সাব্বির। ফর্মে থাকা মুশফিকুর রহিম (৩) আজ রান পাননি। তবে শেষ দিকে ঝড় তুলেছিলেন তরুণ আকবর আলি। ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত হয়েছে তাতেই।

সাব্বির ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৬ রান করেন। আল-আমিন ২৫ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৬ রান করেছেন। আকবর শেষ দিকে মাত্র ১৪ বলে ১ চার ৪ ছয়ে ৩১ রান করেছেন। খুলনার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। মাশরাফি বিন মুর্তজা ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম, হাসান মাহমুদও।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর