Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে ড্র লিভারপুলের


১০ ডিসেম্বর ২০২০ ০৪:৪৯

চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোল নিশ্চিত করে ফেলায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রধান একাদশের সিংহভাগ খেলোয়াড়কেই বিশ্রামে রাখেন ইয়্যুর্গেন ক্লপ। আর তাতেই ম্যাচ হাতছাড়া হলো অল রেডসদের। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মিতউইলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে লিভারপুল।

মিতউইলানের মাঠে মাত্র ৫৫ সেকেন্ডেই গোলের দেখা পেয়ে যায় লিভারপুল। মোহাম্মদ সালাহর বুদ্ধিদীপ্ত গোলে খেলার প্রথম মিনিটেই ১-০তে এগিয়ে যায় অল রেডসরা। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের দ্রুততম গোল এটিই। ২২ গোল নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে এককভাবে দলটির সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সালাহ।

বিজ্ঞাপন

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অল রেডসদের হাতেই চলে আসে, খেলার ২০ মিনিটের মাথা ব্যবধান হতে পারতো দ্বিগুণ। কিন্তু তাকুমি মিনামিনোর ক্রস থেকে ডিইয়েগো জোটার দুর্দান্ত ভলি আটকে দেন গোলরক্ষক। এরপর ৩৩তম মিনিটে আরও গোলের সুযোগ হাতছাড়া করেন ডিভোক ওরিগি। এরপর অবশ্য নিজেরা গোল হজমের হাত থেকে রক্ষায় পায় লিভারপুল।

খেলার দ্বিতীয়ার্ধে এক ভিন্ন মিতউইলানের দেখা মেলে, খোলস ছেড়ে আক্রমণ করতে থাকে তারা। আক্রমণের ফল মেলে ম্যাচের ৬২তম মিনিটে সফল স্পট কিকে থেকে। মিতউইলানের হয়ে পেনাল্টি স্পট থেকে দলকে সমতায় ফেরান শোলজ। এর আগে আন্দের্স দ্রায়েরকে লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি সিদ্ধান্ত দেন রেফারি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। আর লিভারপুল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পাড়ি জমায় পরের রাউন্ডে। গ্রুপের অপর ম্যাচে আয়াক্সকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে আটালান্টা।

বিজ্ঞাপন

২০২০/২১ মৌসুম অল রেডস ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ লিভারপুল বনাম মিতিউলান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর