Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলেই প্লে-অফে ঢাকা, বরিশালের টিকে থাকার লড়াই


৯ ডিসেম্বর ২০২০ ২১:১৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২২:১১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার শুরুটা হয়েছিল ভূতুরে। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছিল মুশফিকুর রহিমের দল। সেই দলটিই এখন প্লে-অফের দুয়ারে। তিন হারের পর যে টানা তিন ম্যাচ জিতল ঢাকা। কাল মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার জেমকন খুলনার মুখোমুখি হবে মুশফিকের দল। এই ম্যাচ জিতলেই তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে ঢাকার।

বিজ্ঞাপন

কাল জিতলে সপ্তম ম্যাচ খেলতে যাওয়া ঢাকার পয়েন্ট হবে ৮। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা রাজশাহী সব ম্যাচ জিতলেও তখন ধরতে পারেন না ঢাকাকে। মুশফিকের দল দারুণ ছন্দে আছে। বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। ব্যাট হাতে মুশফিক আছেন দারুণ ফর্মে। তরুণ আকবর আলি ও ইয়াছির আলিও রান পাচ্ছেন।

অন্য দিকে খুলনার প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। তবে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে প্রথম রাউন্ড শেষ করতে হলে কাল জয়ের বিকল্প নেই তারকাসমৃদ্ধ দলটির। মাহমুদউল্লাহর দল নিশ্চয় সেটা চাইবে। ইনজুরি কাটিয়ে খুলনার শিবিরে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির উপস্থিতিতে ম্যাচ জিততে পারেনি খুলনা। কাল সেই কারণেও  হয়তো জয়ের তাড়না থাকবে দলটির।

দিনের অপর ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পাওয়া গাজী গ্রুপ চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত হয়েছে অনেক আগে। তবে শীর্ষ দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করার ভাবনায় ফর্মে থাকা চট্টগ্রাম নিশ্চয় জয়ের বিকল্প ভাববে না।

বরিশালের জন্য কালকের ম্যাচ অনেকটা বাঁচা-মরার। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কালকের জয়টা খুব করেই দরকার তামিম ইকবালের দলের। এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে বরিশাল।

গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর