Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের সঙ্গে শাস্তিও মিলল ভারতের


৯ ডিসেম্বর ২০২০ ১৭:১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে কাল ১২ রানে হেরেছে ভারত। সঙ্গে শাস্তিও পেতে হলো বিরাট কোহলির দলকে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় দলের সকল ক্রিকেটারকে।

নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে পারেনি ভারত। এক ওভার বাকি ছিল। পরে সফরকারীদের জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দায় স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি সফরেই দুই বার জরিমানার কবলে পড়তে হলো ভারতীয়দের। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই কারণে জরিমানা গুনতে হয়েছিল ভারতীয়দের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কাল ম্যাথু ওয়েডের ৫৩ বলে ৮০ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩৬ বলে ৫৪ রানের কল্যাণে ১৮৬ রানের সংগ্রহ গড়ে প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া। পরে ভারতের ইনিংস থেমেছে ১৭৪ রানে। কোহলি ৬১ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর