Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুর্নামেন্ট শেষ রাহির


৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৬

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিংয়ের সময় মাংস পেশিতে চোট পান ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ রাহি। ফলে ওই ম্যাচ থেকে ছিটকে যান দলের সবচেয়ে নির্ভরযোগ্য এই পেসার। তবে ফরচুন বরিশালের জন্য দুসংবাদ হল, টুর্নামেন্টের বাদবাকি ম্যাচগুলোতেও রাহিকে পাচ্ছে না তারা।

বুধবার (৯ ডিসেম্বর) ফরচুন বরিশালের ফিজিও জয় বিশ্বাসের দেওয়া তথ্যমতে রাহির পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ হয়েছে বলে মনে করা হচ্ছে। মাঠে ফিরতে তার নুন্যতম ১৫ দিন সময় লাগবে। অতএব বিষয়টি পরিষ্কার বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তার পক্ষে আর খেলা সম্ভব হচ্ছে না। কেননা দুই সপ্তাহ হিসেবে তার সেরে উঠতে উঠতে চলতি মাসের ২২ কি ২৩ তারিখ। আর বঙ্গবন্ধু টি টোয়েন্টির পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

বিজ্ঞাপন

অবশ্য বঙ্গবন্ধু টি টোয়েন্টির চেয়েও বড় ভাবনা তৈরী হয়েছিল আগামী মাসে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দলে পাওয়া নিয়ে। যেহেতু সাদা পোষাকে লাল সবুজের হয়ে তিনিই দলের পেস বোলিং বিভাগের কান্ডারির ভুমিকা পালন করে থাকেন। কিন্তু ফিজিওর দেওয়া তথ্যে সেই শঙ্কা আর থাকল না।

ঘটনার সুত্রপাত মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের বোলিং ইনিংসের ৯ম ওভারের সময়। প্রথম ডেলিভারি শেষে দ্বিতীয় ডেলিভারির জন্য দৌঁড় শুরু করেন রাহি। স্ট্রাইডে লাফ দেওয়ার আগেই তার গতি স্লথ হয়ে যায়, এরপর থেমে যান ও নুইয়ে বাঁ হাঁটু চেপে ধরেন। পরে মাটিতে লুটিয়ে পড়লে কিছুক্ষণ বাদে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আবু জায়েদ রাহি ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর