শুভাগতর শেষের ঝড়ে খুলনার দেড়শোর্ধ্ব সংগ্রহ
৮ ডিসেম্বর ২০২০ ২০:৪২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ২০:৪৪
সাকিব আল হাসান আজও রান পাননি। আগ্রহের কেন্দ্রে থাকা মাশরাফি বিন মুর্তজা চার নম্বরে নেমে ১ রান করেই রান আউট হয়েছেন। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনা যেভাবে খুঁড়িয়ে এগুচ্ছিল তাতে মনে হচ্ছিল না সংগ্রহটা দেড়শ পার করতে পারবে দলটি। তবে শুভাগত হোমের শেষের ঝড়ে শেষ পর্যন্ত ১৫৭ রান তুলেছে জেমকন খুলনা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৬ নম্বর ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে খুলনা। টস জিতে বোলিংয়ে নামা চট্টগ্রাম নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে।
তবে দলের মূল দুই বোলার উইকেট পেলেও রান খরচ করেছেন তুলনামূলক বেশি। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। শরিফুল ইসলাম ৩৪ রানে নিয়েছেন তিন উইকেট। খুলনার পক্ষে সর্বোচ্চ স্কোরার শুভাগত হোমই। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৩২ রান করেছেন তিনি।
এছাড়া ওপেনার জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ ২৬ রান করে করেছেন। ২৩ রান করেছেন ইমরুল কায়েস। সাকিব আল হাসান ১৬ বল খেলে ১টি ছয়ে ১৫ রান করে আউট হয়েছেন।
গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান