Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান উৎসবের মধ্যে কামরুলের হ্যাটট্রিক


৮ ডিসেম্বর ২০২০ ১৮:০৩

আজ নির্দয় ব্যাটিংয়ের সাক্ষী হলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজের উইকেট। কতোটা নির্দয় একটু ধারনা দেওয়া যাক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে আজ দুই দল মিলে রান তুলেছে ৪৪১। সেঞ্চুরি করেছেন দুজন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ৫২ বলে এবং ফরচুন বরিশালের পারভেজ হোসেন ইমন ৪২ বলে। ম্যাচে দুই দল মিলে ১৩ জন বোলার বোলিং করেছেন। তাদের মধ্যে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া এক আবু জায়েদ রাহিই কেবল ওভারপ্রতি দশের নিচে রান দিয়েছেন। এবার বুঝুন ২২ গজে আজ কতোটা ‘অত্যাচারিত’ হয়েছেন বোলাররা! তবে বোলারদের বাজে দিনের মধ্যেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বরিশালের কামরুল ইসলাম রাব্বি।

বিজ্ঞাপন

অবশ্য এই হ্যাটট্রিকে খুব একটা লাভ হয়নি। তার হ্যাটট্রিক হয়েছে রাজশাহীর ইনিংসের শেষ ওভারে। হ্যাটট্রিকের ওভারের আগে ৩ ওভারে ৩৯ রান দিয়েছিলেন রাব্বি। এসব কারণেই বুঝি হ্যাটট্রিকের উদযাপনও করলেন না। তবুও হ্যাটট্রিক তো হ্যাটট্রিকই।

ওভারের প্রথম বলে কামরলের ফুল লেংথের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ক্যাচ হন রাজশাহীর নুরুল হাসান সোহান। পরের বলে নাজমুল হোসেন শান্তর শরীর তাক করলেন রাব্বি। কাভারে থাকা ফিল্ডারকে বিট করতে পারেননি ৫২ বলে সেঞ্চুরি করা শান্ত, আউট। তার পরের বলে ফরহাদ রেজাও ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেন, হ্যাটট্রিক। ওভারের পঞ্চম বলে আরও এক উইকেট নিয়ে সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট নিয়েছেন রাব্বি।

কামরুল রাব্বির এটি প্রথম হ্যাটট্রিক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সব মিলিয়ে পঞ্চম। এর আগে আল-আমিন হোসেন দুই হ্যাটট্রিক করেছেন। পেসার মানিক খান ও স্পিনার আলিস আল ইসলাম একটি করে হ্যাটট্রিক করেছেন। পঞ্চম হ্যাটট্রিক পেলেন রাব্বি।

কামরুল ইসলাম রাব্বি ফরচুন বরিশাল মিনিস্টার গ্রুপ রাজশাহী হ্যাটট্রিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর