Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত’র অশান্ত ব্যাটে দাপুটে সেঞ্চুরি


৮ ডিসেম্বর ২০২০ ১৫:২৭

দপ করেই যেন জ্বলে উঠল নাজমুল হোসেন শান্তর ব্যাট। স্বভাব চরিত্রে চিরাচরিত শান্ত স্বভাবের হলেও ফরচুন বরিশালের বিপক্ষে বাঁচামরার ম্যাচে ব্যাট হাতে হয়ে উঠলেন দারুণ অশান্ত। কোনো বোলারই যেন তার ব্যাটের লাগাম টেনে ধরতে পারলেন না। তাতে কাজও হলো বিস্তর। দাপুটে ব্যাটে তুলে নিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম সেঞ্চুরি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে ফিফটির দেখা পেয়েছেন ৩১ বলে। যেখানে চারের মার ছিল ২টি আর ছয়ের মার ৫টি। অর্ধশতক তুলে নিয়েই ব্যাট ছোটালেন শতকের পথে। এক পর্যায়ে তাও ছুঁয়ে ফেললেন। ৫২ বলে চারটি চার ও ১০ ছয়ে ১৮৮.২৩ স্ট্রাইক রেটে তুলে নিলেন পরমাকাঙ্খিত সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এরপর অবশ্য খুব বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি। কামরুল ইসলাম রাব্বির বলে ১০৯ রানে নিজের ইনিংসের ফুল স্টপ টেনে ফিরেছেন। শান্তর ইনিংস থামে ৫৫ বলে ১০৯ রান, ইনিংস সাজান ৪টি চার ও১১টি ছক্কায়।

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটি যেকোনো বাংলাদেশীর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। আর শান্ত করলেন ৫২ বলে।

তার এই দাপুটে শতকে ভর করেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২২০ রানের রেকর্ড রানের দেখা পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

নাজমুল হোসেন নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ রাজশাহীর অধিনায়ক সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর