আত্মবিশ্বাসী বোলিংয়ে মাশরাফির মাঠে ফেরার পূর্বাভাস
৭ ডিসেম্বর ২০২০ ১৭:৩৫
ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা পেরিয়ে একটার দিকে ছুটতে শুরু করেছে। ফরচুন বরিশাল দল অনুশীলন শেষে কিটব্যাগ গুছিয়ে টিম বাস ধরতে রুদ্ধশ্বাসে ছুটছে। সংবাদ মাধ্যম কর্মীরাও দিনের কাজ সেরে স্ব স্ব কর্মস্থলে ফিরতে ব্যস্ত। অনেকেই হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলার এক নাম্বার প্লাজার গেইটেও পৌঁছে গেছেন। হুট করেই সবাই ইউ টার্ন নিয়ে নিলেন, হন্তদন্ত হয়ে প্লাজার দ্বোতলার দিকে ছুটলেন। বুঝতে বাকি রইল না কেউ একজন এসেছেন। কিন্তু কে? উৎসাহ ভরে দ্বোতলায় গিয়ে দাঁড়াতেই চোখ পড়ল মিরপুর ক্রিকেট একাডেমির বাঁ দিকের টেন্টে। আর কেউ নয়, তিনি মাশরাফি বিন মুর্ত্তজা।
বরাবরের মতো আজও ছোট একটি ব্যাগসমেত একাডেমির মাঠে এসে দাঁড়ালেন। অমনি প্লাজার ওপর থেকে সংবাদ মাধ্যম কর্মীদের অভিবাদনে সিক্ত হলেন। মুখে মাস্ক ছিল বিধায় অভিবাদনের জবাব কতখানি হাস্যজ্বল মুখে দিলেন বোঝা গেল না বটে কিন্তু প্রসারিত চোয়াল দেখে ঠিকই বোঝা গেল, বরাবরের সেই স্বতস্ফুর্ততাই তাতে লেপ্টে আছে। খানিকক্ষণ বসে বিশ্রাম নিলেন। এরপর নি ক্যাপ, ট্রাউজার ও কেডস পরে শুরু করলেন গা গরম।
মিনিট দশেক গা গরম শেষে চলে গেলেন একাডেমি মাঠের সেন্টার উইকেটে। বড় একটি ফিতে দিয়ে এক সহকর্মী সহযোগিতায় রান আপ মেপে নিলেন। এরপর মার্কার বসিয়ে বোলিংয়ের জন স্পট ঠিক করে নিলেন, অদূরে বসালেন একটি স্ট্যাম্প। যেহেতু লম্বা সময় বাদে বোলিংয়ে এসেছেন সেহেতু লেংথ খুঁজে পেতে আগে স্পট চিহ্নিত করাটাকেই বোধ হয় যুক্তিযুক্ত মনে করেছিলেন।
স্পট চিহ্নিত শেষে গুটি গুটি পায়ে এলেন বোলিং মার্কে। শুরুটা চিরাচরিত সেই শর্ট রান আপে করলেন। কেন করেন তাও বুঝতে বেগ পেতে হলো না। গত বুধবারেই তো অনুশীলন করে গেলেন। তাছাড়া আগামিকালই যদি জেমকন খুলনার জার্সিতে নেমে পড়তে হয়! অতএব রিল্যাক্স থাকার সুযোগ নেই।
যা হোক, প্রথম ওভারের একেবারে প্রথম ডেলিভারিটি দিলেন শর্ট লেংথের। দ্বিতীয়টি হলো ওয়াইড, তৃতীয়টি কোনো আকৃতির মার্কার ছুঁয়ে গেল, চতুর্থটি গিয়ে আঘাত হানল স্ট্যাম্পে, পঞ্চমটি গুড লেংথ বটে তবে অন সাইডে ছিল। শেষটিও তাই।
চতুর্থ ওভার পর্যন্ত এভাবেই চলল। বলে গতি, লেংথ, সুইং সবই পাচ্ছিলেন। এর মধ্যে স্ট্যাম্পের সংখ্যা একটি বাড়িয়ে নিয়েছেন। তৃতীয় ও চতুর্থ ওভারে একবার করে স্ট্যাম্প উপড়ে দিলেন। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেই তৃপ্তিও তার চেহারায় ঠুকরে বেরুচ্ছিল। তবে ডেলিভারি নিয়ে বোধ হয় তার কিছুটা অসন্তোষ ছিল। কেননা সিংহভাগ বলই করেছেন অনসাইডে এবং কিছুটা শর্ট লেংথের।
তবে পঞ্চম ওভারে এসে দেখা গেল বলগুলো প্রায়শই লেগ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছে। চকিতেই সামলে নিয়ে আবার চেষ্টা করলেন বটে কিন্তু পেরেছেন সামন্যই। ষষ্ঠ ওভারটিও এভাবেই শেষ করলেন। এই দুই ওভারের বোলিং দেখে একটানা চার ওভার শেষে হাঁপিয়ে উঠেছেন মাশরাফি। আর সেকারণেই বলগুলো লাইনচ্যুত হয়ে যাচ্ছিল। তাতে অবশ্য ভাবনার কোনো কারণ নেই। কেননা বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ফর্মেটেই গড়াচ্ছে। অতএব মাশরাফির বোলিং নিয়ে জেমকন খুলনাকে খুব একটা না ভাবলেও চলবে।
ছয় ওভার বোলিং শেষে খানিক বিশ্রাম নিয়ে শুরু করলেন রানিং। এভাবে চলল মিনিটি দশেক। সবমিলে প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে যখন বেরিয়ে যাবেন, সে সময় বললেন ‘বিকেলে টিম হোটেলে উঠব।’ অর্থাৎ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে টিম হোটেলে নিজ দল জেমকন খুলনার সঙ্গে যোগ দিবেন লাল সবুজের নন্দিত এই ক্রিকেটার। আর এর মধ্য দিয়েই প্রবেশ করবেন করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৈরি জৈব সুরক্ষা বলয়ে। যেখান থেকে বের হবেন টুর্নামেন্ট শেষে। যদি তাঁর দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।
অবশ্য সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে মাহমুদউল্লাহ নেতৃত্বাধীন জেমকন খুলনা। টুর্নামেন্টের ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্টে টেবিলের দুইয়ে থেকে ইতোমধ্যেই শেষ চারে পা দিয়ে রেখেছে। এরপর প্লে অফ জিতলেই ফাইনাল। গতকাল লটারির মাধ্যমে জেমকন খুলনা মাশরাফিকে জিতে নেয়ায় সাকিব, মাহমুদউল্লাহদের দলের যে ভারসাম্য এসেছে তাতে তারা ফাইনাল খেললে এমনকি শিরোপা জিতে নিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
ও ভালো কথা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে অংশ নিতে বিসিবি’র যাবতীয় প্রোটোকল মেনে তবেই এসেছেন নড়াইল এক্সপ্রেস। গতকাল সকালে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় ফিটনেস টেস্টে উতরে যাওয়ার পরপরই কোভিড পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ভালো খবর হলো, তাতেও উতরে গেছেন এদেশের ক্রিকেটের দিনবদলের এই দলপতি। এরপর আজ এলেন অনুশীলনে। কে জানে কালই হয়ত দলের জার্সি গায়ে বল হাতেও নেমে পড়বেন!
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের ৭ম ম্যাচে মঙ্গলবার (৮ ডিসেম্বর) মাশরাফির জেমকন খুলনা মোকাবিলা করবে গাজী গ্রুপ চট্টগ্রামকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টয়।
জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাশরাফি বিন মোর্ত্তজা