প্রতিপক্ষকে ১৩ গোল দিয়ে বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব
৬ ডিসেম্বর ২০২০ ২০:০১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ২০:০৩
নারী ফুটবল লিগে প্রতিপক্ষকে নিয়ে আরও একবার ছেলেখেলা করল বসুন্ধরা কিংস। রোববার (৬ ডিসেম্বর) জামালপুর কাঁচারিপাড়া একাদশকে ১৩-১ গোলে হারিয়েছেন সাবিনা, কৃষ্ণা, তহুরারা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই নারী ফুটবল লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেল বসুন্ধরার।
কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বসুন্ধরার হয়ে একাই পাঁচ গোল করেছেন সাবিনা খাতুন। তিন গোল করেছেন তহুরা খাতুন। স্বপ্না ২টি ও শিউলি, মারিয়া এবং নার্গিস একটি করে গোল করেছেন।
টুর্নামেন্টে এ নিয়ে টানা এগারো ম্যাচই জিতল বসুন্ধরা। সাবিনা এই ১১ ম্যাচে একাই করেছেন ৩০ গোল। কদিন আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলক পেরিয়েছেন তিনি।
আজ ম্যাচ শেষে সাবিনা বলেছিলেন, ‘খুবই মজা লাগছে আমাদের। আমাদের ওপর ক্লাবের আস্থা ছিল। আমরা সেই আস্থার মূল্য দিতে পেরেছি শিরোপা জয় করে। একটি ম্যাচ বাকি আছে। আশা করি শতভাগ জয় দিয়েই শিরোপা উদযাপন করতে পারব।’