টস জিতে ফিল্ডিংয়ে খুলনা
৬ ডিসেম্বর ২০২০ ১৮:২০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৮:২৮
ভাগ্য আজ জেমকন খুলনার হয়ে কথা বলছে! চোট ফেরত মাশরাফি বিন মুর্ত্তজাকে পেতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের মধ্যে চার দলই আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত লটারির সিদ্ধান্ত নেওয়া হয়। ভাগ্যের খেলায় মাশরাফিকে জিতে নিয়েছে খুলনা। তার কিছুক্ষণ পর মাঠে নেমে টসও জিতল খুলনা।
রোববার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হয়েছে খুলনা। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
খুলনা আগের পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে। অপর দিকে খুলনা পাঁচ ম্যাচের দুটিতে জিতে আছে টেবিলের চার নম্বরে। আজ নিশ্চয় জয়ের জন্য মরিয়া থাকবে দুই দল। এদিকে, চোট কাটিয়ে রাজশাহীর স্কোয়াডে ফিরেছেন তরুণ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।
দুই দলের স্কোয়াড:
জেমকন খুলনা: জহুরুল ইসলাম, জাকির হাসান, ইমরুল কায়েস, সাকিব আল-হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), শামিম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে রাব্বি, নুরুল হাসান, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান, জাকের আলি, মুকিদুল ইসলাম, আনিছুল ইসলাম ইমন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী