ভাগ্যের খেলায় মাশরাফিকে জিতে নিল খুলনা
৬ ডিসেম্বর ২০২০ ১৭:৫৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৮:০৪
পাঁচ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের চার দলই মাশরাফিকে পেতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু কে পাবেন, তা নির্ধারণে আগ্রহী দলগুলোকে যেতে হল লটারিতে। ভাগ্যের খেলায় শেষ পর্যন্ত তাকে জিতে নিল জেমকন খুলনা।
রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে জেমকন খুলনার মাশরাফিকে দলে পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেন দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশ নিতে এদিন সকালে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় ফিটনেস পরীক্ষা দেন লাল সবুজের ক্রিকেটের সবচেয়ে সফল এই দলপতি। এবং পরীক্ষায় বেশ ভালভাবেই পাস করেন তিনি। টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী ফিটনেস টেস্টের পরপরই কভিড টেস্টের জন্য মাশরাফির নমুনা নেয়া হয়। টেস্টের ফলাফল নেগেটিভ এলেই বায়ো বাবলে ঢুকবেন ম্যাশ।
লটারির মাধ্যমে জেমকন খুলনা মাশরাফিকে জিতে নেয়ায় দেশের দক্ষিণাঞ্চলের এই দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সংখ্যা আরো একজন বেড়ে গেল। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের পর তার অন্তর্ভুক্তিতে তিন পান্ডবের দলে পরিণত হল খুলনা।
বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জেমকন খুলনা। সমান সংখ্যক ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্টে শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম।