ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন মাশরাফি
৬ ডিসেম্বর ২০২০ ১৬:১৮
ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন মাশরাফি বিন মুর্ত্তজা। এখন কেবল তার মাঠে নামার অপেক্ষা। অবশ্য সেজন্য খুব সময় অপেক্ষা করতে হচ্ছে না। সব ঠিক থাকলে হয়ত মঙ্গলবারেই তাকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দেখা যেতে পারে।
টুর্নামেন্টে অংশ নিতে রোববার (৬ ডিসেম্বর) সকালে হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলায় ফিটনেস পরীক্ষা দেন লাল সবুজের ক্রিকেটের সবচেয়ে সফল সাবেক এই দলপতি। পরীক্ষা শেষে বিসিবি’র ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানান, ‘মাশরাফি বেশ ভালো করেছে, ভালোভাবেই পাশ করেছে।’
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশ নিতে বিসিবি‘র প্রটোকল অনুযায়ী কোন প্লেয়ারকে শুধু্ই ফিটনেস পরীক্ষায় পাস করলেই হবে না, কোভিড টেস্টেও নেগেটিভ হতে হবে। মাশরাফিকেও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বায়ো বাবলে ঢুকতে আজই তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। নেগেটিভ হলেই ঢুকে যাবেন বায়ো বাবলে।
এদিকে তাকে দলে পেতে এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া ৫ দলের ৪টিই আগ্রহ দেখিয়েছে। ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকার পর মিনিস্টার গ্রুপ রাজশাহীও তাকে দলে পেতে মুখিয়ে আছে। তবে শেষমেষ তিনি কোথায় যাবেন তা লটারির মাধ্যমে নির্ধারিত হবে।
প্রসঙ্গত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ড্রাফটে নাম ছিল না মাশরাফি বিন মুর্তজার।
টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বিসিবি মাশরাফি বিন মুর্ত্তজা