মুমিনুলের বদলে চট্টগ্রাম শিবিরে রুয়েল মিয়া
৫ ডিসেম্বর ২০২০ ১৬:৪৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২০ ১৬:৫২
চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের বদলে বাঁহাতি তরুণ পেসার রুয়েল মিয়াকে দলে টেনেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের টিম ম্যানেজার শেখ সোহেল রানা।
শনিবার (৫ ডিসেম্বর) সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মুমিনুলের বদলি হিসেবে আমরা রুয়েল মিয়াকে নিয়েছি। আজ (শনিবার) সকালে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মধুচন্দ্রীমার সময়ে মুমিনুলকে হারাতে হয়েছে চট্টগ্রামকে। টুর্নামেন্টের শুরু থেকে রাজসিক ক্রিকেট খেলছে দলটি। তার মধ্যেই নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় বৃদ্ধ আঙুলে চোট পান চট্টগ্রামের নির্ভরযোগ্য ক্রিকেটার মুমিনুল। পরে ক্যান করলে চিড় ধরা পড়ে।
চিকিৎসকরা জানান, এই ধরনের ইনজুরি থেকে সেড়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ডিসেম্বরের ১৮ তারিখে। সে হিসেবে ধরে নেওয়া হয়েছিল চলতি টুর্নামেন্টটিতে আর খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়কের।
গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মুমিনুল হক রুয়েল মিয়া