Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ


৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২০ ০০:৫৫

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে কাতার। মাঠের লড়াইয়েও ব্যবধানটা ফুটিয়ে তুলল দলটি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগের লড়াইয়ে বাংলাদেশকে আজ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের লড়াইয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। বাছাই পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ভারতের বিপক্ষে ড্র করে একটা পয়েন্ট পেয়েছিল জেমি ডে’র দল।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ ডিসেম্বর) কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে কাতার-বাংলাদেশের দ্বিতীয় লেগের লড়াই শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ১০টায়।

পিছিয়ে থাকা বাংলাদেশ রক্ষণাত্মক ছক কষেছিল। তবুও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ার দল। শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে গুড়িয়ে দিতে চেয়েছেন স্বাগতিকরা।

চতুর্থ মিনিটে আহমেদ আলাদিনের হেড পোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় বাংলাদেশ। তবে প্রথম গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের নবম মিনিটে আব্দেল আজিজের শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আকরাম আফিফ। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৫ ও ৬৪ মিনিটে দারুণ নৈপুণ্যে বাংলাদেশকে গোলের হাত থেকে বাঁচান কিছুদিন আগে অভিষেক হওয়া গোলরক্ষক জিকো। ৭০মিনিটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। ডি-বক্সে মোয়েদ হাসানকে ফাউল করেন তপু বর্মন। আল মোয়েজ আলির স্পট কিক জিকো ঝাঁপিয়ে পড়ে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি।

মিনিট দুই পর বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে প্রায় জড়িয়েই দিচ্ছিলেন তপু বর্মন। ভাগ্য ভালো বল পোস্টে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আব্দেল আজিজের আড়াআড়ি পাস বুক দিয়ে ঠেলে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মোয়েজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে আরও এক গোল করেন আফিফ। যাতে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদশেকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ. রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল।

টপ নিউজ বাংলাদশে-কাতার ফুটবল ম্যাচ বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর