প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
৪ ডিসেম্বর ২০২০ ২২:৫৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ২৩:১৮
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগের লড়াইয়ে কাতারের বিপক্ষে প্রথমার্ধেই বিপদে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করেছে জেমি ডে’র দল।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টায় কাতারের আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্বাগতিক কাতারের বিপক্ষে খেলতে নেমেছে জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। দলীয় শক্তির বিচারে কাতার অনেকটাই এগিয়ে। ফলে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে চেয়েছে বাংলাদেশ। তবুও লাভ হল না।
শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ কাঁপিয়েছে কাতার। ম্যাচের নবম মিনিটে আব্দুলআজিজ হাতেমের গোলে এগিয়ে যায় কাতার। ৩৩ মিনিটে ব্যবাধান দ্বিগুন করেন আকরাম আফিফ। প্রথমার্ধে গোল হতে পারত আরও দুই তিনটি। বাংলাদেশি গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন। অপর একটি শট প্রতিহত হয়েছে পোস্টে লেগে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ. রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল।
কাতার-বাংলাদশে ফুটবল ম্যাচ বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব