মুমিনুলকে দুবাই পাঠানোর পরিকল্পনা বিসিবি’র
৪ ডিসেম্বর ২০২০ ১৪:১৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ১৪:১৯
চিড় ধরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচারে জন্য মুমিনুল হককে দুবাই পাঠাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। টাইগার ক্রিকেট প্রশাসন চাইছে দ্রুততম সময়ের মধ্যেই কাজটি সেরে ফেলতে। তবে যদি দুবাই পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হয় সেক্ষেত্রে দেশেই তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সারাবাংলাকে এখবর জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানালেন, ‘ওর দুবাই যাওয়ার ব্যাপারে আমরা আগামিকাল নিশ্চিত হবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে। তবে আমরা চাইলেই তো আর হবে না, ব্যাংকের ব্যাপার আছে, ভিসার ব্যাপার আছে। আমরা তাড়াতাড়িই অপারেশন করে ফেলতে চাইছি। দেরি করা যাবে না। যদি দুবাইয়ে তাড়াতাড়ি করা সম্ভব না হয় তাহলে দেশেই করে ফেলতে হবে।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামে টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। ওইদিন রাতে করা স্ক্যান রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।
অস্ত্রোপচার ইনজুরি টপ নিউজ দুবাই পাঠানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হক