Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকিরের ঝড়ে বরিশালের বিপক্ষে খুলনার সংগ্রহ ১৭৩


৪ ডিসেম্বর ২০২০ ১৩:৪৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ১৫:৩৯

ফরচুন বরিশালের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয়বারের দেখায় টস হেরে আগে ব্যাট করতে নামে জেমকন খুলনা। শুরুতেই ওপেনার জহিরুল ইসলামকে হারালেও জাকির হাসান ও ইমরুল কায়েসের ৯০ রানের জুটিতে বড় সংগ্রহের আশা দেখে খুলনা। আর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে থামে খুলনা।

খুলনার ব্যাটিং লাইন আপে শুরুতেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারের ৫ম বলে জহিরুলকে (২) বোল্ড করেন এই পেসার। এরপর খুলনার ঘুরে দাঁড়ানোর পালা। তিনে ব্যাট করতে নামা ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন জাকির হোসেন। ১৫তম ওভারে ইমরুল কায়েস (৩৭) কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে ফিরলে ভাঙে ৯০ রানের জুটি।

বিজ্ঞাপন

ইমরুল ফেরার পরের ওভারে জাকিরকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন, আউট হওয়ার আগে ৪২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। দুর্দান্ত ইনিংসটি সাজান ১০টি চারের মারে। এরপর সাকিব আল হাসান ১০ বলে ১৪ রানে ফিরলে ১৩০ রানেই ৪ উইকেট হারায় খুলনা। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ১৪ বলে ২৪ রানে নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

বরিশালের হয়ে তিনটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বির আর দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

জেমকন খুলনা: ১৭৩/৬, ২০ ওভার, (জাকির ৬৩; ইমরুল ৩৭; রিয়াদ ২৪), (তাসকিন ২/৪৩; রাব্বির ৩/৩৩)

টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

জাকির হাসান জেমকন খুলনা জেমকন খুলনা বনাম ফরচুন বরিশাল তামিম ইকবাল তাসকিন আহমেদ ফরচুন বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর