খুলনার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বরিশাল
৪ ডিসেম্বর ২০২০ ১১:৪৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ১১:৪৯
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১১তম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। শুক্রবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের প্রথম দেখায় শেষ হাসি হেসেছিল মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মাহিদুল ইসলাম অংকন।
জেমকন খুলনা: জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইমরুল কায়েস, শুভাগত হোম, হাসান মাহমুদ, শহিদুওল ইসলাম, শামিম হোসেন।