Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম জয়ের জন্য ১০৯ রান দরকার ঢাকার


২ ডিসেম্বর ২০২০ ১৫:৩৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ১৫:৩৭

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের গত ম্যাচের পর দলটির অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০-৩০ রান করে আউট হওয়াটা অপরাধ! তাই সেই অপরাধটা আজ আবারও করেছেন। ৩১ বলে ৩১ রান করে আউট হয়ে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তারপর এক তৌহিদ হৃদয়ই শুধু দাঁড়াতে পারলেন। বেক্সিমকো ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৮ রানেই থেমেছে বরিশালের ইনিংস।

বুধবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম উইকেটে ২৭ রান তোলা বরিশাল তারপর ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে। সেই ধাক্কাটা পরে আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে একপ্রান্ত ধরে রেখে কিছুটা এগিয়েছেন তামিম ইকবাল। মিডলঅর্ডারে বলার মতো রান পেয়েছেন হৃদয়। তা না হলে হয়তো একশ’ও হতো না বরিশালের। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে বরিশাল। তামিম ৩ চার ১ ছয়ে করেছেন ৩১ রান। হৃদয়য়ের ৩৩ বলে ৩৩ রানের ইনিংসটি ২টি চার ১টি ছয়ে সাজানো।

ঢাকার হয়ে দারুণ বোলিং করেছেন রবিউল ইসলাম রবি। চার ওভারে ২০ রান খরচ করে চার উইকেট নিয়েছেন তিনি। ১০ রানে দুই উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম।

তামিম ইকবাল ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর