Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের সামনে রাজশাহী


১ ডিসেম্বর ২০২০ ১৯:৩৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে একশ’র আগেই আটকে পরে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে দলটি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তৃতীয় ম্যাচটা একটু কঠিন ছিল। তবে দুর্দান্ত বোলিংয়ে ঠিকই শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছে মোহাম্মদ মিঠুনের দল। নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে কাল মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে চট্টগ্রাম।

বিজ্ঞাপন

মিরাপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই ওপেনার এবং চট্টগ্রামের বোলিং আক্রমণ এই মুহূর্তে দারুণ ফর্মে। প্রথম দুই ম্যাচেই ষাটোর্ধ্ব ওপেনিং জুটি গড়েছেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তৃতীয় ম্যাচে সৌম্য রান না পেলেও রান পেয়েছেন লিটন।

আর বোলিংয়ে প্রতি ম্যাচেই মুগ্ধ করছেন মোস্তাফিজু রহমান, শরিফুল ইসলাম, নাহিদুল ইসলামরা। মোস্তাফিজ রীতিমতো জাদু দেখাচ্ছেন। ওভারপ্রতি সাড়ে তিন মতো রান খরচ করে তিন ম্যাচে নয় উইকটে নিয়েছেন বাঁহাতি পেসার। তার কাটার-স্লোয়ারগুলোকে মনে হচ্ছে আগের মতোই ধারালো।

রাজশাহীও অবশ্য ছন্দে আছে। তামিম ইকবালের দুর্দান্ত এক ইনিংসের সামনে সর্বশেষ ম্যাচে বরিশালের বিপক্ষে হারলেও আগের দুই ম্যাচে ঢাকা ও খুলনাকে হারিয়েছে পদ্মাপাড়ের দলটি। স্পিনার থেকে অলরাউন্ডার হয়ে উঠতে যাওয়া রাজশাহীর তরুণ ক্রিকেটার শেখ মেহেদি হাসান আছেন দুর্দান্ত ফর্মে। রান পাচ্ছেন তরুণ নাজমুল হোসে শান্তও। তবে দলীয় শক্তি, সাম্প্রতিক ফর্ম বিচারে গাজী গ্রুপ চট্টগ্রামই কাল ফেভারিট।

দুদলের স্কোয়াড:

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

বিজ্ঞাপন

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর