Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের খোঁজে ফিল্ডিংয়ে ঢাকা


৩০ নভেম্বর ২০২০ ১৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৮:২২

একটা জয় খুব করেই দরকার বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয়ের খোঁজে আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার (৩০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা-খুলনা। ঢাকা টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি। দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচে জিততে জিততে হারলেও পরের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দাঁড়াতেই পারেনি মুশফিকের দল।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানদের জেকমন খুলনাও গত দুই ম্যাচে জিততে পারেনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটা জিতলেও তারপর টানা দুই ম্যাচ হেরেছে খুলনা। ফলে দুই দলই আজ জয়ের জন্য মরিয়া। দেখা যাক, শেষ হাসি কাদের মুখে শোভা পায়।

বেক্সিমকো ঢাকার একাদশ: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলি, ইয়াছির আলি, মুক্তার আলি, শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনার একাদশ: এনামুল হক বিজয়, সাকিব আল-হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামিম হোসেন, শাহিদুল ইসলাম, শুভাগত হোম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর